সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত তমা মির্জা

সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত তমা মির্জা

সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী তমা মির্জা। ১০ জুলাই তাঁর কভিড-১৯ পরীক্ষার ফল পজেটিভ আসে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেত্রীর পরিবারে করোনা হানা দেয় দিন দশেক আগে। করোনায় আক্রান্ত হন তমার বাবা ও পারিবারিক ড্রাইভার। সাত দিন আগে পজিটিভ হন ছোট ভাইও। এরপর সন্দেহ থেকে পরীক্ষা করিয়েছিলেন তমা। ডাক্তারের পরামর্শে নিজের বাসাতেই আইসোলেশনে আছেন বলে জানান তিনি।

তমা বলেন, ‘ডাক্তারের পরামর্শ মেনে বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন।’

ফুসফুসের পুরানো জটিলতার কারণে তার বাবার অবস্থার অবনতি ঘটলেও পরিবারের বাকি সদস্যদের অবস্থা স্থিতিশীল বলে জানান তিনি।

২০১৫ সালে শাহনেওয়াজ কাকলীর পরিচালনায় ‘নদীজন’ চলচ্চিত্রে অভিনয়ের স্বীকৃতি হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পান তমা।

এম বি মানিকের ‘বলো না তুমি আমার’ চলচ্চিত্রের মধ্য দিয়ে অভিষেকের পর শাহীন সুমনের ‘মনে বড় কষ্ট’, অনন্ত হীরা পরিচালিত ‘ও আমার দেশের মাটি’, শাহাদাৎ হোসেন লিটনের ‘অহংকার’, দেবাশীষ বিশ্বাসের ‘চল পালাই’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

এমজে/