শেষ হলো 'লাল মোরগের ঝুঁটি'র শুটিং

শেষ হলো 'লাল মোরগের ঝুঁটি'র শুটিং

অবেশেষে শুটিং শেষ হলো বহুল আলোচিত চলচ্চিত্র 'লাল মোরগের ঝুঁটি'র। ২০১৪-১৫ অর্থ বছরে সরকারি অনুদান পেয়েছিল ছবিটি। নূরুল আলম আতিকের কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনায় কুষ্টিয়া, টাঙ্গাইল এবং গৌরিপুরের বিভিন্ন জায়গায় এই চলচ্চিত্রের শুটিং হয়।

ছবিটির শুটিং শেষ করতে পেরে বেশ উচ্ছ্বসিত নির্মাতা। তিনি বলেন, 'শুটিং শেষ করতে পারলাম এটাই খুশির খবর। এখন ডাবিং এডিটিং অন্যান্য কাজ শেষ করে ঠিকঠাক মতো দর্শকের সামনে হাজির করতে চাই সিনেমাটা। যেটুকু শুট করতে পেরেছি তাতে আমি আনন্দিত। আমার পুরো ইউনিট দরদ দিয়ে কাজটা করেছে।'

২০১৬ সালে শুটিং শুরু হয়েছিল মুক্তিযুদ্ধের গল্পের এই ছবির। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ‘লাল মোরগের ঝুঁটি’ দর্শকদের দেখাতে চান নির্মাতা।

পাণ্ডুলিপি কারখানার ব্যানারে এই ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লায়লা হাসান, আহমেদ রুবেল, অশোক ব্যাপারী, আশীষ খন্দকার, জয়রাজ, শিল্পি সরকার, ইলোরা গওহর, জ্যোতিকা জ্যোতি, ভাবনা, দিলরুবা দোয়েল, স্বাগতা, শাহজাহান সম্রাট, দীপক সুমন, খলিলুর রহমান কাদেরী, সৈকত, যুবায়ের, অনন্ত, মতিউল আলম, হাসিমুনসহ কুষ্টিয়া, টাঙ্গাইল এবং গৌরিপুরের জনগণ।

এমজে/