মেরিল-প্রথম আলো পুরস্কার-২০১৭

এক নজরে এবারের সেরা তারকারা

এক নজরে এবারের সেরা তারকারা

ঢাকা, ৩১ মার্চ (জাস্ট নিউজ) : মেরিল-প্রথম আলো পুরস্কারের ২০তম আসর বসেছিল শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। বিনোদন ও সংস্কৃতি জগতে অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন বিভাগে ১৬ জনকে পুরস্কার দেওয়া হয়। এক নজরে পুরস্কারপ্রাপ্তরা—

আজীবন সম্মাননা ২০১৮
ববিতা

সমালোচক পুরস্কার (টিভি)

সেরা নাট্যকার: আশফাক নিপুণ (দ্বন্দ্ব সমাস)
সেরা নির্দেশক: তানভীর আহসান (বুকের ভেতর কিছু পাথর থাকা ভালো)
সেরা অভিনেতা: রওনক হাসান (দ্বন্দ্ব সমাস)
সেরা অভিনেত্রী: সবিতা সেন (মার্চ মাসের শুটিং)

চলচ্চিত্র সমালোচক পুরস্কার

সেরা চলচ্চিত্র: খাঁচা
সেরা পরিচালক: আকরাম খান (খাঁচা)
সেরা অভিনেতা: আজাদ আবুল কালাম (খাঁচা)
সেরা অভিনেত্রী: রুনা খান (ছিটকিনি)

পাঠকের রায়

সেরা চলচ্চিত্র অভিনেতা: আরিফিন শুভ (ঢাকা অ্যাটাক)
সেরা চলচ্চিত্র অভিনেত্রী: তিশা (ডুব)
সেরা নবাগত অভিনয় শিল্পী: তাসকিন রহমান (ঢাকা অ্যাটাক)
সেরা টিভি অভিনেতা: অপূর্ব (বড় ছেলে)
সেরা টিভি অভিনেত্রী: মেহ্‌জাবিন (বড় ছেলে)
সেরা গায়ক: জেমস (তোর প্রেমেতে অন্ধ—সত্তা)
সেরা গায়িকা: মমতাজ (না জানি কোন অপরাধে—সত্তা)

(জাস্ট নিউজ/জেআর/১০৫০ঘ.)