চলে গেলেন অভিনেতা নিরাজ

চলে গেলেন অভিনেতা নিরাজ

ঢাকা, ১৪ ডিসেম্বর (জাস্ট নিউজ) : বলিউড অভিনেতা, লেখক ও নির্মাতা নিরাজ ভোরা মারা গেছেন। ১৪ ডিসেম্বর ভোরে মুম্বাইয়ের একটি হাসপাতালে ‌‘বাদশা’, ‘ফের হিরা ফেরি’খ্যাত এ শিল্পী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর।

তার মৃত্যু সংবাদটি ইন্ডিয়ান এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ভারতীয় মিডিয়াকে নিশ্চিত করে নির্মাতা অশোক পণ্ডিত বলেন, ভোর ৩টায় নিরাজ মারা গেছেন। কৃতি কেয়ার হাসপাতালে তিনি কোমায় ছিলেন। হাসপাতালেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

নিরাজ হৃদরোগী ছিলেন। ২০১৬ সালে তার হার্ট অ্যাটাক ও স্ট্রোক হয়। এবার তিনি যখন অসুস্থ হয়ে পড়েন তখন তাকে প্রযোজক ফিরোজ নাদিয়াডওলার বাসায় নেওয়া হয়েছিল। সেখানে তৈরি ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) তাকে রাখা হয়। পরে অবস্থা আরও খারাপ হলে হাসপাতালে আনা হয় তাকে।

নিরাজ তার অভিনয় জীবনে পার্শ্ব চরিত্র বেশি করেছেন। শাহরুখ, আমির খানের সঙ্গে নিয়মিত কাজ করেছেন।

আমিরের ‘রঙিলা’ ছবিতে তার অভিষেক হয়। এছাড়া তিনি অভিনয় করেছেন ‘রাজু বানগায়া জেন্টলম্যান, একেলে হাম একেলে তুম, ভিরাসাত, মান, সত্য, মাস্ত, পুকার, গোলমাল সিরিজ, কোম্পানিসহ অনেক ছবিতে। অনিল কাপুরের সঙ্গে তিনি ‘ওয়েলকাম-ব্যাক’ ছবিতে অভিনয় করেন। এটি তার সর্বশেষ ছবি ছিল।

(জাস্ট নিউজ/ডেস্ক/ওটি/১২৩১ঘ.)