অনুদানের টাকায় এফডিসিতে শিল্পী সমিতির কোরবানি

অনুদানের টাকায় এফডিসিতে শিল্পী সমিতির কোরবানি

ঢাকা, ২৩ আগস্ট (জাস্ট নিউজ) : অনুদানের টাকায় এবারের ঈদুল আযহায় কোররবানি দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।

বুধবার ঈদুল আজহার নামাজের পর এফডিসির শিল্পি সমিতি চত্বরে সেক্রেটারি জায়েদ খানের নেতৃত্বে চারটি গরু কোরবানি করা হয়।

কোরবানির প্রসঙ্গে জায়েদ খান বলেন, আজ পবিত্র ঈদুল আজহার দিনে আমাদের ইন্ডাষ্ট্রির প্রয়াত নায়ক নায়িকাদের নামে কোরবানি দেওয়া হয়েছে। অনুদানের টাকায় শিল্পী সমিতির পক্ষ থেকে তিনটি এবং অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের পক্ষ থেকে একটি গরু কোরবানি দেওয়া হয়েছে।

শিল্পী সমিতির ফান্ড নয় বরং বিভিন্ন জনের অনুদানের টাকায় তিনটি গরু কোরবানি দিয়েছে সমিতি। এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘এটা আমাদরে শিল্পী সমিতির নতুন উদ্যোগ। ভালোবাসা ও সৌহার্দ্যবোধ থেকেই কাজটি করছে সমিতি। পরিবারের সদস্য মনে করেই এটা করা হয়েছে।

কোরবানি দেওয়ার ক্ষেত্রে বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর ও জনপ্রিয় চিত্রনায়িকা শিল্পীর সহযোগিতার কথা বিশেষভাবে উল্লেখ করেন জায়েদ খান।

জায়েদ বলেন, ‘ভবিষ্যতেও ঈদের সময় এমন উদ্যোগ অব্যহত রাখার চেষ্টা করবো। আগে ঈদের দিনে এফডিসি অনেকটাই ভূতুড়ে থাকতো। এখন আর সেটা থাকছে না। শিল্পী সমিতির কলাণে ঈদের দিনেও এফডিসি এখন উৎসবমুখর।’

(জাস্ট নিউজ/এমআই/০৮৪৭ঘ.)