নাটকের নাম ‌‘কি হিংসে হয়?’

নাটকের নাম ‌‘কি হিংসে হয়?’

ঢাকা, ২৭ আগস্ট (জাস্ট নিউজ) : সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে অস্ট্রিয়া প্রবাসী সিফাত উল্লাহ ওরফে সেফুদার বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়ে। এমনই একটি লাইভ ভিডিও'তে সিফাত উল্লাহ বলেন, কি হিংসে হয়? আমার মতো হতে চাও? বিশ্ববিখ্যাত, সেলিব্রেটি, কবি, সাহিত্যিক, সাংবাদিক, দার্শনিক, অভিনেতা?’

আর মুহূর্তেই এসব আজগুবি কথাবার্তার ভিডিও দেশীয় অংশের সোশ্যাল মিডিয়া ছড়িয়ে যায়। অনেকেই এই ভিডিওটি শেয়ার করতে থাকেন।

এমন সব সংলাপ নিয়েই এবার নির্মিত হচ্ছে নাটক। নাম একই- ‘কি হিংসে হয়?’। এটির চিত্রনাট্য ও নির্মাণ করছেন অভিনেতা শাহরিয়ার নাজিম জয়।

গতকাল রবিবার থেকে ঢাকার অদূরে আমিনবাজারে নাটকটির শুটিং শুরু হয়েছে এতে প্রধান তিন চরিত্রে অভিনয় করছেন সোহানা সাবা, কল্যাণ কোরাইয়া ও গোলাম কিবরিয়া তানভীর। যেখানে সিনেমার নায়ক-নায়িকার চরিত্রে অভিনয় করছেন কল্যাণ ও সাবা। অন্যদিকে সাবার হাজবেন্ড চরিত্রে তানভীর।

নির্মাতা নাজিম জয় জানান, তেমন কিছুই না। নামটি শুধু সেখান থেকে নেওয়া। বাকি গল্প একদম আলাদা।

জানা গেছে, একজন টিভি সঞ্চালকের চরিত্রে জয় নিজেও অভিনয় করেছেন।

‘কি হিংসে হয়?’ নাটকটি শিগগিরই প্রচার হবে এটিএন বাংলায়।

(জাস্ট নিউজ/এমআই/১৩৩৯ঘ.)