বাংলাদেশে আসছে তুর্কি সিরিয়াল 'জান্নাত'

বাংলাদেশে আসছে তুর্কি সিরিয়াল 'জান্নাত'

ঢাকা, ২২ সেপ্টেম্বর (জাস্ট নিউজ) : বাংলাদেশে আসছে আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সিরিয়াল ‘জান্নাত’। গত কয়েক বছর ধরে বাংলায় ডাবিংকৃত ডেইলি সোপ/ টিভি সিরিজ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। সেগুলোর ধারাবাহিকতা রক্ষায় আন্তার্জাতিক পুরস্কারপ্রাপ্ত তুর্কির এই সিরিয়ালটি প্রচার করা হবে বাংলাদেশের প্রথম বেসরকারি স্যাটালাইট চ্যানেল এটিএন বাংলায়। প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় সম্প্রচার করা হবে।

‘জান্নাত’-এর কাহিনী আবর্তিত হয়েছে এক এতিম মেয়ের জীবন সংগ্রামকে কেন্দ্র করে। দারিদ্র্যের মধ্যে বড় হওয়া মেয়েটি যখন আর্কিটেক্ট হয়ে তার স্বপ্নের ফার্মে চাকরি পান। তখন তিনি ভাবেন, অবশেষে তার জীবনের দুঃখ-দুর্দশা দূর হতে শুরু করেছে। সাফল্য ধরা দিতে শুরু করেছে। অথচ সেই চাকরি পাওয়ার ঘটনা থেকেই তার জীবনে নতুন করে জটিলতার সৃষ্টি হতে থাকে। তাকে ফেলে যাওয়া মা আবারও তার জীবনে ফিরে আসে। তবে মাতৃসুলভ ভালোবাসা নিয়ে নয় বরং তার প্রতি তীব্র বিদ্বেষ নিয়েই তার জীবনে আবির্ভূত হয়। অন্যদিকে, তার জীবনে যে প্রেম আসে। সেখানেও তার প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ায় তার মায়েরই মেয়ে।

দর্শকরা কেবল যে ‘জান্নাত’ উপভোগ করতে পারবেন তা নয়। এই ধারাবাহিক সিরিয়ালটিতে দর্শকদের জন্য থাকছে আরো কিছু আকর্ষণ। ‘জান্নাত’ বাংলাদেশে নিয়ে এসেছে ডিজিটাল প্ল্যাটফর্মের পথিকৃৎ প্রতিষ্ঠান ‘বঙ্গ’। ডাবিং করেছে ‘প্ল্যাটফর্ম’। পুরো ডাবিং প্রক্রিয়ার তত্ত্বাবধান করছেন ‘সুলতান সুলেমান’ খ্যাত দীপক সুমন। আর পরিবেশনা করছে ‘ভি থ্রি কমিউনিকেশন্স প্রাইভেট লিমিটেড’।

প্রসঙ্গত, ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত তুর্কি ডেইলি সোপ ‘জান্নাত’-এর নির্মাতা প্রতিষ্ঠান ‘সুরেজ ফিল্ম’। পরিচালনা করেছেন সাদুল্লাহ জেলেন। প্রচারিত হয়েছে তুরস্কের অন্যতম শীর্ষস্থানীয় চ্যানেল ‘এটিভি’-তে। এই ডেইলি সোপটি মূলত নির্মাণ করা হয় তুমুল জনপ্রিয় কোরিয়ান ডেইলি সোপ ‘টিয়ার্স অব হ্যাভেন’-এর কাহিনী অবলম্বনে। বাংলায় ডাবিং করা বিদেশি সিরিজ সম্প্রচার বাংলাদেশে নতুন ঘটনা নয়। বিটিভির স্বর্ণযুগে এমন বেশ কিছু ডেইলি সোপ বা সিরিজ প্রচারিত হয়েছিল, যেগুলো এখনো বাংলাদেশের মানুষের মনে দাগ কেটে দিয়েছে। বিশেষ করে ‘ডালাস’, ‘ম্যাকগাইভার’, ‘সিক্স মিলিয়ন ডলার ম্যান’, ‘বায়োনিক ওম্যান’, ‘টারজান’, ‘এক্স ফাইলস’, ‘সিন্দাবাদ’, ‘হারকিউলিস’, ‘আলিফ লায়লা’, ‘রবিন হুড’-এর কথা এখনো মানুষের মুখে মুখে ফেরে।

(জাস্ট নিউজ/একে/২৩৫৬ঘ.)