মালয়েশিয়ায় ভবনে আগুন, বাংলাদেশিসহ নিহত ৬

মালয়েশিয়ায় ভবনে আগুন, বাংলাদেশিসহ নিহত ৬

মালয়েশিয়ার ইপো শহরের একটি চারতলা ভবনের বিনোদন রুমে আগুন লেগে একজন বাংলাদেশিসহ ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরো ২ জন।

বুধবার ২০ ফেব্রুয়ারি ভোরে এই আগুনের সূত্রপাত হয়। ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

এসময় রুম থেকে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠালে ৬ জনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত ডাক্তার।

পেরাক ফায়ার সার্ভিস বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক সৈয়দ সায়য়ানি সাইদন জানান, ভোর ৫টা ৪৯ মিনিটে ফোন পেয়ে ওই ভবনে (টাইম স্কয়ার) পৌছান তারা।

নিহতরা হলেন- স্থানীয় তাই চেই কিন (৩৭), লাউ ওয়াই হুং (৩৬); ভিয়েতনামী নারী নুগু ইয়েন থী থু ডুং ( ২১), নিউ ইয়েনথী ট্র্যাং ( ১৯) ও একজন বাংলাদেশি জহিরুল ইসলাম (২৭)।

নিহতদের লাশ পেরাকের রাজা পারমাসুরি বাইনুন হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বাকি একজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা।

সাইদন বলেন, ধোঁয়ায় শ্বাসকষ্টের কারণে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সাইদন জানান, ৮ তলা ভবনটি পূর্বে একটি অফিস ব্লক ছিল। পেরাকের ডেপুটি ওসিপিডি সদর মো. নর্দন আব্দুল্লাহ জানান, আমরা আগুনের কারণ তদন্ত করছি। তবে গুরুতর আহত ২ জনের নাম এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি।

সাইদন আরো জানান, আগুন লাগার কারণ জানতে আমরা তদন্ত করছি। ময়নাতদন্তের জন্য লাশ রাজা পারমাসুরি বাইনুন হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এমআই