সৌদিতে নির্যাতনের শিকার আরো এক নারীর দেশে ফেরার আকুতি

সৌদিতে নির্যাতনের শিকার আরো এক নারীর দেশে ফেরার আকুতি

সৌদি আরবে গিয়ে নির্যাতনের শিকার আরো এক নারী আকুতি জানিয়েছেন দেশে ফেরার। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বাসিন্দা তিনি। ভাগ্য ফেরাতে দালালের মাধ্যমে গিয়েছিলেন মরুরদেশে। কিন্তু সেখানে প্রতিনিয়ত সহ্য করতে হয় নির্মম নির্যাতন।

এদিকে, তাকে দ্রুত ফিরিয়ে আনতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে তার স্বজনরা।
এই আকুতি মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মরিয়ম বেগমের। ভাগ্য পরিবর্তনের আশায় দুই সন্তান রেখে বছরের শুরুতেই সৌদি পাড়ি জমান বিধবা এই নারী। যেখানে দালালের খপ্পরে পড়ে বিক্রি হন তিনি। প্রতিদিনই শিকার হন নির্মম নির্যাতনের। স্বজনদের কাছে ফোনে তার বর্ণনা দিলেও গত তিন মাস ধরে মরিয়মের সাথে কোন যোগাযোগ সম্ভব হচ্ছে না।

স্বজনদের অভিযোগ, জীবনে উন্নতির লোভ দেখিয়ে মরিয়মকে বিদেশে যেতে উৎসাহিত করে স্থানীয় দালাল আতিক উল্যাহ। যদিও আতিক উল্যাহর দাবি, সব জেনেশুনেই সৌদি যেতে রাজি হয় মরিয়ম।

বিষয়টির প্রতিকার চেয়ে মরিয়মের স্বজনরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি যোগাযোগ করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, শিগগিরই এই সমস্যার সমাধান মিলবে। এলাকাবাসীরাও চান মরিয়মকে ফিরিয়ে আনতে দ্রুত পদক্ষেপ নেয়া হোক।