নিউইয়র্কের হোটেলে বাংলাদেশি তরুণীর মৃত্যু

নিউইয়র্কের হোটেলে বাংলাদেশি তরুণীর মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হোটেলে নাবিলা রাইদা নামের বাংলাদেশি এক তরুণীর মৃত্যু হয়েছে। তিনি নিউমোনিয়ায় ভুগছিলেন বলে চিকিৎসক জানিয়েছেন। নাবিলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং ফেয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মালিক শিল্পপতি রুহুল আলম আল মাহবুব মানিকের মেয়ে।

জানা গেছে, নাবিলা বোস্টন থেকে তার বান্ধবীদের সঙ্গে নিউইয়র্কে যান নতুন বছর উদযাপন করতে। সেখানে মিড টাউন ম্যানহাটানের ডব্লিউ হোটেলে ওঠেন তারা। ৩ জানুয়ারি সারাদিনের ব্যস্ততা শেষে রাতে হোটেলে ফেরেন তিনি। পরদিন সকালে নাবিলার রুমে গিয়ে বান্ধবীরা কড়া নাড়েন। কিন্তু ভেতর থেকে কোনো সাড়া-শব্দ পাওয়া যাচ্ছিল না। তখন তারা ৯১১ নম্বরে কল করেন। পুলিশ এসে নাবিলার নিথর দেহ পড়ে থাকতে দেখে। তৎক্ষণাৎ হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নিউইয়র্কের ব্যবসায়ী আসিফ বারী টুটুল জানান, নাবিলার বাবা তার বন্ধু। মেয়ের মৃত্যু সংবাদ পেয়ে ৫ জানুয়ারি নিউইয়র্কে আসেন বাবা রুহুল আলম। ৬ জানুয়ারি বাদ মাগরিব জ্যামাইকা মুসলিম সেন্টারে নাবিলার জানাজা অনুষ্ঠিত হয়। ওই দিন রাতেই মেয়ের লাশ নিয়ে দেশে ফেরেন রুহুল আলম মানিক।