রায়হানকে মালয়েশিয়া থেকে বহিষ্কার, ৩১ আগস্ট বাংলাদেশে ফেরত!

রায়হানকে মালয়েশিয়া থেকে বহিষ্কার, ৩১ আগস্ট বাংলাদেশে ফেরত!

করোনাভাইরাস মহামারীতে মালয়েশিয়ায় থাকা অবৈধ প্রবাসী শ্রমিকদের প্রতি লকডাউন চলাকালে দেশটির সরকারের 'নিপীড়নমূলক আচরণ' এর বিষয়ে আল-জাজিরার একটি প্রতিবেদনে সাক্ষাৎকার দেয়ার ঘটনায় গ্রেপ্তার প্রবাসী বাংলাদেশী তরুণ রায়হান কবিরকে তদন্ত শেষ হবার সাথে সাথেই মালয়েশিয়া থেকে বহিষ্কার করা হবে।

দেশটির ইমিগ্রেশন মহাপরিচালক খাইরুল জাইমি দাউদকে উদ্ধৃত করে নিউ স্ট্রেইট টাইমস এ কথা জানিয়েছে।

জাইমি দাউদ বলেন, "আমি ঠিক অনুমান করতে পারছি না রায়হানকে ঠিক কবে নিজ দেশে (বাংলাদেশ) ফেরত পাঠানো হবে। অবশ্য বাংলাদেশের প্রথম ফ্লাইট ৩১শে আগস্ট। রায়হানের সাময়িক 'ভিজিটর পাশ' ইতিমধ্যেই বাতিল করা হয়েছে এবং সে যেন আর কখনো মালয়েশিয়ায় আসতে না পারে সেজন্য তাকে কালো তালিকাভুক্ত করা হবে।"

উল্লেখ্য, রায়হান কবিরকে ২৪ জুলাই গ্রেপ্তার করা হয় এবং ১৪ দিনের রিমান্ডে নেয়া হয়।

এমজে/