বিদেশ গমনেচ্ছুদের করোনা টেস্টের ফি কমলো

বিদেশ গমনেচ্ছুদের করোনা টেস্টের ফি কমলো

বিদেশ গমনেচ্ছুদের করোনা পরীক্ষা ফি কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি জানান, পূর্বে সাড়ে তিন হাজার টাকা লাগলেও এখন লাগবে এক হাজার ৫শ’ টাকা।

সোমবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে তাইওয়ানের পক্ষ থেকে করোনার সুরক্ষা সামগ্রী গ্রহণ শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরো বলেন, এরআগে টেস্টের জন্য নির্ধারিত ফি কমিয়ে দেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ২শ’ টাকার টেস্ট ১শ’ টাকা, ঘরে বসে টেস্ট ৫শ’ থেকে ৩শ’ টাকা করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, পিসিআর টেস্টের (প্রচলিত টেস্ট) পাশাপাশি অ্যান্টিজেন টেস্ট অনুমোদন দিয়েছে সরকার। তবে র‌্যাপিড অ্যান্টিবডি টেস্ট এ মুহূর্তে অনুমোদন দেয়া হচ্ছে না।