সৌদিতে সিলিন্ডার বিস্ফোরণে ৯ বাংলাদেশি নিহত

সৌদিতে সিলিন্ডার বিস্ফোরণে ৯ বাংলাদেশি নিহত

রিয়াদ, ১৩ এপ্রিল (জাস্ট নিউজ) : সৌদি আরবের রিয়াদে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৯ জন বাংলাদেশি মারা গেছে এবং পাঁচজন গুরুতর আহত হয়ে হাসপাতালে আছেন।

শুক্রবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় রিয়াদ বিমানবন্দর সংলগ্ন নূরানী ইউসিভার্সিটিতে কর্মরত অবস্থায় গ্যাস সিলিংন্ডার বিস্ফোরণে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। রিয়াদ থেকে প্রত্যক্ষদর্শীরা এ ঘটনা জানান।

নিহতদের মধ্যে সাতজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- নরসিংদীর সদর উপজেলার মাধবদী থানার কাঠাঁলিয়া ইউনিয়নের আবুল হোসেনে ছেলে রবিন (২২), গাজীপুর কালীগঞ্জের হিমেল (২৮), রূপগঞ্জ কাঞ্চনের মজিদ (৫০), ঢাকা যাত্রাবাড়ীর সোলেমান, কিশোরগঞ্জের ইকবাল, ব্রাহ্মণবাড়িয়ার সেলিম ও সিলেটের জোবায়ের।

নিহতদের মধ্যে নরসিংদীর সদর উপজেলার মাধবদী থানার কাঁঠালিয়া ইউনিয়নের আবুল হোসেনে ছেলে রবিন (২২)। এ মর্মান্তিক খবর শুনে তাদের বাড়িতে শোকের মাতম চলছে।

নিহত রবিনের চাচা নবী হোসেন ও চাচাতো ভাই রায়হান জানান, গত তিন মাস হয় রবিন প্রবাসে পারি জমায়। এদিকে তার মৃত্যুর খরব পেয়ে রবিনের বাবা আবুল হোসেন বারবার মুর্ছায় যাচ্ছেন।

আহতেদের মাঝে নরসিংদীর ডাঙ্গা ইউনিয়নের মাঝের চরের পাভেল (২২) এবং ঢাকার খোরশেদ (৫০) গুরুতর আহত রয়েছেন বলে জানা গেছে।

(জাস্ট নিউজ/একে/২১০৫ঘ.)