ইতিহাসের এ দিনে : ১২ অক্টোবর

ইতিহাসের এ দিনে : ১২ অক্টোবর

বিশ্ব আর্থ্রাইটিস দিবস।

০৬২২ সালের এ দিনে ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত বেলাল (রাঃ) মদিনার মসজিদে সর্বপ্রথম আযান দেন।
১৪৯২ সালের এ দিনে কলম্বাস পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে পৌঁছেন এবং আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন।
১৫৩২ সালের এ দিনে ফ্রাসোয়া পিজারোর নেতৃত্বে স্প্যনিশ বাহিনী পেরুর উপর হামলা চালায়।
১৭৮১ সালের এ দিনে ব্রিটিশ সেনাবাহিনী দক্ষিণ ভারতের নাগাপট্টম অধিকার করে।
১৯০৯ সালের এ দিনে কলকাতায় অনুশীলন সমিতি নিষিদ্ধ ঘোষিত হয়।
১৯৬৮ সালের এ দিনে বিষুবীর গিনি স্বাধীনতা লাভ করে।
১৯৬৮ সালের এ দিনে ঘানা স্পেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়।
১৯৭২ সালের এ দিনে ড. কামাল হোসেন সমাজতন্ত্রে উত্তরণের জন্য গণপরিষদে বাংলাদেশের খসড়া সংবিধান পেশ করেন।
১৯৭৬ সালের এ দিনে বিশ্বের বৃহত্তম মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হয়। সৌদি আরব এ মসজিদ নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করে ,তাই এ অনুষ্ঠান পরিচালনা করেন সৌদি আরবের বাদশাহ খালেদ।
১৯৮৬ সালের এ দিনে এল সালভেদারে ভূমিকম্পে ১৮০০ লোকের প্রাণহানি ঘটে।
১৯৯২ সালের এ দিনে কলকাতায় প্রথম দক্ষিণ এশীয় উৎসব শুরু হয়।
১৯৯৯ সালের এ দিনে পাকিস্তানের সেনা বাহিনী প্রধান জেনারেল পারভেজ মোশাররফ এক অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে অপসারণ করে রাষ্ট্রক্ষমতা গ্রহণ করেন।
১৯৯৯ সালের এ দিনে হলো জাতিসংঘের ধার্য করা “বিশ্বের ৬০০ কোটি লোকসংখ্যা দিবস” পালিত হয়। চীনের রাজধানী পেইচিংয়ের বিভিন্ন মহলের লোকেরা যথাযোগ্য মর্যাদার সঙ্গে এক বিরাট সমাবেশ অনুষ্ঠিত করে লোকসংখ্যা ও উন্নয়নের এ অভিন্ন বিশ্বজনীন সমস্যার ওপর মনোযোগ দেয়।
১৯৯৯ সালের এ দিনে টাঙ্গাইলে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিত্তি স্থাপন করা হয়।
২০০৮ সালের এ দিনে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
১৩৫০ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন দিমিত্রি দংশকয়, তিনি ছিলেন রাশিয়ান মস্কোর দ্বিতীয় ইভানের ছেলে।
১৫৩৭ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন ৬ষ্ঠ এডওয়ার্ড, তিনি ছিলেন ইংল্যান্ডের রাজা।
১৭৯৮ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন প্রথম ডোম পেদ্রো, তিনি ছিলেন ব্রাজিল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ও প্রথম শাসক।
১৮৬৪ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন কামিনী রায়, তিনি ছিলেন বাঙালি কবি।
১৮৬৫ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন আর্থার হার্ডেন, তিনি ছিলেন নোবেলজয়ী [১৯২৯] ইংরেজ জীবরসায়নবিদ।
১৮৬৬ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন রামজে ম্যাকডোনাল্ড, তিনি ছিলেন স্কটিশ সাংবাদিক, রাজনীতিবিদ ও যুক্তরাজ্য প্রধানমন্ত্রী।
১৮৯৬ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইউগেনিও মন্টালে, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইতালীয় লেখক ও কবি।
১৯০৮ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন পল এঙ্গল, তিনি ছিলেন আমেরিকান লেখক, কবি, নাট্যকার ও সমালোচক।
১৯২১ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন আর্ট ক্লোরেয়, তিনি ছিলেন আমেরিকান অ্যানিমেটর, প্রযোজক, চিত্রনাট্যকার ও ভয়েস অভিনেতা।
১৯২৪ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন কণিকা বন্দ্যোপাধ্যায়, তিনি ছিলেন রবীন্দ্রসংগীত শিল্পী।
১৯২৭ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন এহতেশাম, তিনি ছিলেন চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক।
১৯৩১ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন উলাহ্‌-ইয়োহান ডাল, তিনি নরওয়েজীয় কম্পিউটার বিজ্ঞানী।
১৯৩৫ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন লুসিয়ানো পাভারোটি, তিনি ছিলেন ইতালীয় অভিনেতা।
১৯৪৫ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন আউররে ক্লিমেন্ট, তিনি ফরাসি অভিনেত্রী।
১৯৫২ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন ড্যানিয়েল প্রউলক্স, তিনি কানাডিয়ান অভিনেত্রী।
১৯৬২ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন ব্রাঙ্কো ক্রভেঙ্কোভস্কি, তিনি ছিলেন ম্যাসেডোনিয়া ইঞ্জিনিয়ার, রাজনীতিবিদ ও ৩য় প্রেসিডেন্ট।
১৯৬৩ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন সাটসি কন, তিনি জাপানি অ্যানিমেটর ও চিত্রনাট্যকার।
১৯৬৮ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন হিউ মাইকেল জ্যাকম্যান, তিনি অস্ট্রেলিয়ান অভিনেতা, গায়ক ও প্রযোজক।
১৯৭০ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন অরিগা, রাশিয়ান বংশোদ্ভূত জাপানি গায়ক।
১৯৮০ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন লেডলেয় কিং, তিনি ইংরেজ ফুটবল।
১৯৮১ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন সুহাসিনী রাজারাম নাইডু (চলচ্চিত্র নাম স্নেহা), তিনি দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী।
১৯৮৬ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইওয়ানিস মানিয়াটিস, তিনি গ্রিক ফুটবলার।
১৯৯০ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন হেনরি ল্যান্সবারি, তিনি ইংরেজ ফুটবলার।
১৯৯২ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন জোশ হুটচেরসন, তিনি আমেরিকান অভিনেতা ও প্রযোজক।
১৩২০ সালের এ দিনে মৃত্যুবরণ করে নবম মাইকেল পালাইয়োলোগোস, তিনি ছিলেন বাইজান্টাইন সম্রাট।
১৪৯২ সালের এ দিনে মৃত্যুবরণ করেন পিয়েরো ডেলা ফ্রান্সেসকা, তিনি ছিলেন ইতালীয় গণিতবিদ ও চিত্রশিল্পী।
১৮৫৮ সালের এ দিনে মৃত্যুবরণ করেন হিরোশিগে, তিনি ছিলেন জাপানি চিত্রশিল্পী।
১৮৬৫ সালের এ দিনে মৃত্যুবরণ করেন স্যার আর্থার হার্ডেন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ প্রাণরসায়নবিদ।
১৮৭০ সালের এ দিনে মৃত্যুবরণ করেন রবার্ট ই লি, তিনি ছিলেন আমেরিকান জেনারেল।
১৯২৩ সালের এ দিনে মৃত্যুবরণ করেন এ. পি. লুকাস, তিনি ছিলেন ইংরেজ ক্রিকেটার।
১৯২৪ সালের এ দিনে মৃত্যুবরণ করেন আনাতোলে ফ্রান্স, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি সাংবাদিক, লেখক ও কবি।
১৯৪০ সালের এ দিনে মৃত্যুবরণ করেন টম মিক্স, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
১৯৬৫ সালের এ দিনে মৃত্যুবরণ করেন পল হারম্যান ম্যুলার, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী সুইস রসায়নবিদ।
১৯৬৮ সালের এ দিনে মৃত্যুবরণ করেন হোসেইন বেহজাদ, তিনি ছিলেন ইরানের মিনিয়েচার শিল্পের অন্যতম স্থপতি।
১৯৬৯ সালের এ দিনে মৃত্যুবরণ করেন সোঞ্জা হেনি, তিনি ছিলেন নরওয়েজিয়ান অভিনেত্রী।
১৯৭১ সালের এ দিনে মৃত্যুবরণ করেন ডিন আচেসন, তিনি ছিলেন আমেরিকান আইনজীবী ও রাজনীতিবিদ।
১৯৮১ সালের এ দিনে মৃত্যুবরণ করেন ড. গুরুপ্রসাদ চট্টোপাধ্যায়, তিনি ছিলেন ভারতের পদার্থবিদ ও রসায়নবিদ।
১৯৮৭ সালের এ দিনে মৃত্যুবরণ করেন ফারহি কোরুটুরক, তিনি ছিলেন তুর্কি কমান্ডার, রাজনীতিবিদ ও ৬ষ্ঠ প্রেসিডেন্ট।
১৯৯১ সালের এ দিনে মৃত্যুবরণ করেন বিশ্বনাথ মুখোপাধ্যায়, তিনি ছিলেন ভারতের কমিউনিস্ট ব্যক্তিত্ব ও স্বাধীনতা সংগ্রামী।
১৯৯৬ সালের এ দিনে মৃত্যুবরণ করেন রেনে লাকস্টে, তিনি ছিলেন ফরাসি টেনিস খেলোয়াড়, ফ্যাশন ডিজাইনার ও লাকস্টে সমবায় প্রতিষ্ঠাতা।
১৯৯৬ সালের এ দিনে মৃত্যুবরণ করেন থিযে়াডোর, তিনি ছিলেন পাপুয়া নিউগিনির সরকার প্রধান।
১৯৯৭ সালের এ দিনে মৃত্যুবরণ করেন জন ডেনভার, তিনি ছিলেন আমেরিকান গায়ক, গীতিকার, গিটারবাদক ও অভিনেতা।
২০০৬ সালের এ দিনে মৃত্যুবরণ করেন গিললো পন্টেকরভ, তিনি ছিলেন ইতালীয় পরিচালক ও চিত্রনাট্যকার।
২০১০ সালের এ দিনে মৃত্যুবরণ করেন বেলভা সাধারণ, তিনি ছিলেন আমেরিকান লেখক।
২০১২ সালের এ দিনে মৃত্যুবরণ করেন টনি পাওসন, তিনি ছিলেন ইংরেজ ক্রিকেটার।
২০১৪ সালের এ দিনে মৃত্যুবরণ করেন আলী মাজরুই, তিনি ছিলেন কেনিয়া বংশোদ্ভূত আমেরিকার রাজনৈতিক বিজ্ঞানী, দার্শনিক ও শিক্ষাবিদ।

(জাস্ট নিউজ/এমজে/১১৫০ঘ.)