ইতিহাসের এ দিনে : ১৪ অক্টোবর

 ইতিহাসের এ দিনে : ১৪ অক্টোবর

 

বিশ্ব মান (পণ্য-সেবা) দিবস।
১৮০৬ সালের এ দিনে ফ্রান্স ও রাশিয়ার মধ্যে ইয়েনার যুদ্ধ সংঘটিত হয়।
১৮৮২ সালের এ দিনে পাকিস্তানের লাহোরে ভারতীয় উপমহাদেশের চতুর্থ পুরনো সর্বোচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান (পাকিস্তানে প্রথম) পাঞ্জাব বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
১৯২৬ সালের এ দিনে অ্যালেন আলেকজান্ডার মিলনি রচিত জনপ্রিয় শিশুতোষ বই উইননি-দি-পু প্রথম প্রকাশিত হয়।
১৯৩৩ সালের এ দিনে নাজি জার্মানি লিগ অব ন্যাশনস ত্যাগ করে।
১৯৪৪ সালের এ দিনে জার্মানীর নাৎসি বাহিনীর বিখ্যাত সেনাকমান্ডার এরউইন রোমেল হিটলারের আদেশে আত্মহত্যা করে। মার্শাল রোমেল দ্বিতীয় বিশ্বযুদ্ধে উত্তর আফ্রিকায় জার্মান বাহিনীর কমান্ডার ছিল এবং ব্রিটিশ সেনাদেরকে মিশরের উত্তরাঞ্চল পর্যন্ত বিতাড়িত করতে সক্ষম হয়েছিল।
১৯৪৬ সালের এ দিনে লন্ডনে বিশ্বের ২৫টি দেশের প্রতিনিধিরা বিশ্বব্যাপী পণ্যসেবার মান বজায় রাখতে মান নির্ধারক সংস্থা গঠনের বিষয়ে একমত হন। সংস্থাটি পরের বছর কার্যক্রম শুরু করে এবং সে হিসাবে ১৪ অক্টোবর বিশ্ব মান দিবস পালিত হয়।
১৯৪৭সালের এ দিনে ক্যালিফোর্নিয়ার প্রথম সুপারসনিক বিমানের উড্ডয়ন করে।
১৯৪৯ সালের এ দিনে ভুখা মিছিলে নেতৃত্ব দেয়ার অপরাধে মওলানা ভাসানী গ্রেফতার হন।
১৯৫৩ সালের এ দিনে জর্দান নদীর পশ্চিম উপকূলীয় কাবিহ গ্রামে সশস্ত্র ইহুদিবাদীরা নির্যাতনের নতুন অধ্যায়ের সূচনা করে। এ গ্রামে ইহুদিবাদীরা টানা দুই দিন আগ্রাসী হামলার মাধ্যমে নিরীহ ফিলিস্তিনীদের ওপর নির্বিচার গণহত্যা চালায় এবং তাদের ঘরবাড়ি ধ্বংস করে।
১৯৫৫ সালের এ দিনে পূর্ববাংলার নাম পরিবর্তন করে পূর্ব পাকিস্তান রাখা হয়।
১৯৫৬ সালে এ দিনে বাবাসাহেব আম্বেদকর তাঁর ৩,৮৫,০০০ অনুসারীসহ সনাতন ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন।
১৯৬৪ সালের এ দিনে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির মহাসচিব নিকিতা ক্রুশচেভ বহিস্কৃত হন।
১৯৭১ সালের এ দিনে মার্কিন নভোযান মেরিনার-৯ প্রথম খুব কাছে থেকে নেওয়া মঙ্গলের ছবি পৃথিবীতে পাঠায়।
১৯৭৭ সালের এ দিনে বাংলাদেশ ডেমোক্রেটিকলীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) নিষিদ্ধ ঘোষণা করা হয়।
১৯৮৬ সালের এ দিনে আফগানিস্তান থেকে সোভিয়েত সৈন্য প্রত্যাহার শুরু হয়।
১৯৯৩ সালের এ দিনে হাইতির বিরুদ্ধে পুনর্বার যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে।
১৯৯৭ সালের এ দিনে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও যুক্তরাষ্ট্রের মেসার্স স্মিথ কো-জেনারেল (বাংলাদেশ) লিমিটেডের মধ্যে বেসরকারি খাতে বার্জ মাউন্টেড বিদ্যুৎ প্লান্ট স্থাপনের চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।
১৫৪২ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন জালাল উদ্দিন মোহাম্মদ আকবর, তিনি ছিলেন মুঘল সম্রাট জন্মগ্রহন করেন।
১৬৩৩ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন দ্বিতীয় জেমস, তিনি ছিলেন ইংল্যান্ডের রাজা।
১৬৪৩ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন প্রথম বাহাদুর শাহ, তিনি ছিলেন মোগল সম্রাট।
১৬৪৪ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন উইলিয়াম পেন, তিনি ছিলেন পেনসিলভানিয়ার প্রতিষ্ঠাতা।
১৭১২ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন জর্জ গ্রেনভিলে, তিনি ছিলেন ইংরেজ রাজনীতিবিদ, তিনি ছিলেন যুক্তরাজ্য প্রধানমন্ত্রী।
১৮৪০ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন দমিত্রি পিসারিয়েভ, তিনি ছিলেন বস্তুবাদী রুশ দার্শনিক ও সাহিত্য সমালোচক।
১৮৬৭ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন মাসাওকা শিকি, তিনি ছিলেন জাপানি কবি, লেখক ও সমালোচক।
১৮৮২ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন এয়ামোন ডি ভেলেরা, তিনি ছিলেন আমেরিকান বংশোদ্ভূত আইরিশ শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও আয়ারল্যান্ডের ৩য় প্রেসিডেন্ট।
১৮৮৮ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্যাথারিন ম্যাসফিল্ড, তিনি ছিলেন ইংরেজ লেখক।
১৮৯০ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডোয়াইট্‌ ডি. আইজেনহাওয়ার, তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৪তম রাষ্ট্রপতি।
১৮৯৩ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন লিলিয়ান গিশ, তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী, গায়িকা, পরিচালক ও চিত্রনাট্যকার।
১৮৯৪ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন ই ই কামিংস, তিনি ছিলেন মার্কিন কবি।
১৯০৬ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন হাসান আল-বান্না, তিনি ছিলেন মিশরীয় ধর্মীয় নেতা ও মুসলিম ব্রাদারহুড প্রতিষ্ঠিাতা।
১৯১১ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন লি ডাক থো, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ভিয়েতনামের বিপ্লবী, জেনারেল, কূটনীতিবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব।
১৯১৪ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন রেইমন্ড ডেভিস জুনিয়র, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ ও পদার্থবিদ।
১৯১৮ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডগলাস টমাস রিং, তিনি ছিলেন অস্ট্রেলীয় ক্রিকেটার।
১৯২৭ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন রজার মুরে, তিনি বৃটিশ মডেল ও অভিনেতা।
১৯৩০ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন মোবোটু সেসে সেকো, তিনি ছিলেন কঙ্গোর সৈনিক ও রাজনীতিক।
১৯৪০ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন চলিফ রিচার্ড, তিনি ভারতীয় ইংরেজি গায়ক, গীতিকার ও অভিনেতা।
১৯৪৬ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্রাঙ্কইস বোযিযে, তিনি গাবোনেসের জেনারেল, রাজনীতিবিদ ও মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের সাবেক রাষ্ট্রপতি।
১৯৪৯ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডামিয়ান লাউ, হংকং তিনি অভিনেতা, পরিচালক ও প্রযোজক।
১৯৬৫ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন স্টিভ কগান, তিনি ইংরেজ অভিনেতা, প্রযোজক ও চিত্রনাট্যকার।
১৯৭১ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যান্ডি কোল, তিনি ইংরেজ ফুটবলার।
১৯৭৬ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন তিলকারত্নে দিলশান, তিনি শ্রীলংকান ক্রিকেটার।
১৯৭৭ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন সাঈদ আজমল, তিনি পাকিস্তানি ক্রিকেটার।
১৯৭৮ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন উশের, তিনি আমেরিকান গায়ক, গীতিকার, নৃত্যশিল্পী ও অভিনেতা।
১৯৮১ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন গৌতম গম্ভীর, তিনি ভারতীয় ক্রিকেটার।
১৯৮৮ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন গ্লেন জেমস ম্যাক্সওয়েল, তিনি অস্ট্রেলীয় ক্রিকেটার।
১৯৯১ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন জান্নাতুল ফেরদৌস পিয়া, তিনি বাংলাদেশী মডেল, অভিনেত্রী ও মিস বাংলাদেশ শিরোপাধারী।
১০৬৬ সালের এ দিনে মৃত্যুবরণ করেন হ্যারল্ড গোডওয়িনসন, তিনি ছিলেন ইংরেজ রাজা।
১০৯২ সালের এ দিনে মৃত্যুবরণ করেন নিযাম উল-মুলক, তিনি ছিলেন ফার্সি পণ্ডিত ও রাজনীতিবিদ।
১৫১৪ সালের এ দিনে মৃত্যুবরণ করেন ফয়েজি, পণ্ডিত কবি এবং সম্রাট আকবরের সভাশিক্ষক।
১৯৪৩ সালের এ দিনে মৃত্যুবরণ করেন জিমি ম্যাথুজ, তিনি ছিলেন অস্ট্রেলীয় ক্রিকেটার।
১৯৫৮ সালের এ দিনে মৃত্যুবরণ করেন ডগলাস মসন, তিনি ছিলেন অস্ট্রেলিয়ান ভূবিজ্ঞানী, শিক্ষাবিদ ও এক্সপ্লোরার।
১৯৫৯ সালের এ দিনে মৃত্যুবরণ করেন এরল ফ্লিন, তিনি ছিলেন অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা, গায়ক ও প্রযোজক।
১৯৬৭ সালের এ দিনে মৃত্যুবরণ করেন মার্সেল আয়মে, তিনি ছিলেন ফরাসি লেখক ও নাট্যকার।
১৯৮৩ সালের এ দিনে মৃত্যুবরণ করেন অজিতেশ বন্দোপাধ্যায়, তিনি ছিলেন বাঙালি নাট্যকার ও অভিনেতা।
১৯৮৪ সালের এ দিনে মৃত্যুবরণ করেন স্যার মার্টিন রাইল, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ জ্যোতির্বিজ্ঞানী।
১৯৮৪ সালের এ দিনে মৃত্যুবরণ করেন পুলিনবিহারী সেন, তিনি ছিলেন রবীন্দ্রবিশারদ ।
১৯৮৯ সালের এ দিনে মৃত্যুবরণ করেন শৈল চক্রবর্তী, তিনি ছিলেন বিশিষ্ট কার্টুনিস্ট ও চিত্রশিল্পী।
১৯৯০ সালের এ দিনে মৃত্যুবরণ করেন লিওনার্ড বার্নস্টেন, তিনি ছিলেন আমেরিকান পিয়ানোবাদক, সুরকার ও কন্ডাকটর।
১৯৯৯ সালেরর এ দিনে মৃত্যুবরণ করেন জুলিয়াস নয়েরেরে, তাঞ্জনিয়া শিক্ষাব্রতী, রাজনীতিবিদ ও ১ম রাষ্ট্রপতি।
২০০৭ সালেরর এ দিনে মৃত্যুবরণ করেন রেমন্ড পেলেগ্রিন, তিনি ছিলেন ফরাসি অভিনেতা।
২০১০ সালেরর এ দিনে মৃত্যুবরণ করেন সাইমন ম্যাক করকিন্ডালে, তিনি ছিলেন ইংরেজ অভিনেতা, পরিচালক ও প্রযোজক।
২০১২ সালেরর এ দিনে মৃত্যুবরণ করেন এলিজাবেথ ওয়াটকিনস্, তিনি ছিলেন ইংরেজ লেখক।
২০১৩ সালের এ দিনে মৃত্যুবরণ করেন বেনোয়া মান্ডেলব্রট, তিনি ছিলেন ফরাসি ফুটবলার ও ম্যানেজার।
২০১৪ সালের এ দিনে মৃত্যুবরণ করেন এলিজাবেথ পেনা, তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী ও পরিচালক।
২০১৫ সালের এ দিনে মৃত্যুবরণ করেন মাথিয়েউ কেরেকোউ, তিনি ছিলেন লেবানিজ সৈনিক ও রাজনীতিক।

(জাস্ট নিউজ/ডেস্ক/এমজে/১১২০ঘ.)