ইতিহাসের এ দিনে : ৩১ ডিসেম্বর

ইতিহাসের এ দিনে : ৩১ ডিসেম্বর

১৬০০ সালের এ দিনে ব্রিটেনের রানী এলিজাবেথ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ব্যবসায়ী প্রতিষ্ঠান হিসেবে অনুমোদন দেন।
১৮০২ সালের এ দিনে পেশোয়া দ্বিতীয় বাজিরাও ব্রিটিশ সরকারের আশ্রয় গ্রহণ করেন।
১৮২৭ সালের এ দিনে ইংরেজ ফার্মাসিস্ট জন ওয়াকার প্রথম দিয়াশলাই আবিষ্কার করেন।
১৮৩১ সালের এ দিনে কৃষ্ণধন মিত্রে সম্পাদনায় শিশুপাঠ্য মাসিক পত্রিকা ‘জ্ঞানোদয়’ প্রকাশিত হয়।
১৯০৬ সালের এ দিনে চীনের থুংমেং হুই দলের সদস্য লিউ তাওই চীনের ছাংশা শহরে গ্রেফতার হয়ে শহীদ হন।
১৯২৫ সালের এ দিনে রুমানিয়ার রাজা দ্বিতীয় ক্যারোল পুত্রের সপক্ষে সিংহাসন ত্যাগ করেন।
১৯২৯ সালের এ দিনে জওহরলাল নেহরু ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা উড়িয়ে ভারতীয় কংগ্রেসে ঘোষণা করেন ‘পূর্ণ স্বাধীনতাই ভারতের লক্ষ্য’।
১৯৪২ সালের এ দিনে সত্মালিনগ্রাদের লড়াইয়ে জার্মান বাহিনী পরাজয় বরণ করে।
১৯৪৮ সালের এ দিনে কার্জন হলে পূর্ব-পাকিস্তান সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জ্ঞানতাপস ড. মুহম্মদ শহীদুলৱাহ বাংলা ভাষার পক্ষে তথ্যপূর্ণ হৃদয়স্পর্শী ভাষণ প্রদান করেন।
১৯৮৩ সালের এ দিনে ব্রুনাই’র স্বাধীনতা ঘোষণা করা হয়।
১৯৮৭ সালের এ দিনে চীনের নৌবাহিনীর পারমাণবিক ডুবু জাহাজের প্রথম নৌযাত্রা সাফল্যের সংগে সমাপ্ত হয়।
১৯৮৮ সালের এ দিনে পরমাণু, অনাক্রমণ, বিমান পরিবহন ও সংস্কৃতি বিষয়ে ভারত-পাকিস্তান চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৮৯ সালের এ দিনে সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত প্রজাতন্ত্রগুলোতে জাতীয়তাবাদী চেতনা চরমে ওঠার প্রেক্ষাপটে আযারবাইজান প্রজাতন্ত্রের জনগণ ইরানের সাথে একত্রিত হবার জন্যে আন্দোলন শুরু করে।
১৯৯৩ সালের এ দিনে হাংচৌ শহরে চীনের প্রথম ইলেক্ট্রোনিক সংবাদপত্রের জন্ম হয়।
১৯৯৬ সালের এ দিনে ৭৪ বছর বয়স্ক বুট্রোস ঘালি ছিলেন প্রথম আফ্রিকা ব্যক্তি যিনি জাতিসংঘের মহসচিবের পদে দায়িত্ব পালন করেছেন।
১৯৯৯ সালের এ দিনে আমেরিকা কর্তৃক পানামা খাল পানামার কাছে হস্তান্তর করা হয়।
১৯৯৯ সালের এ দিনে রাশিয়ার প্রেসিডেন্ট বরিস ইয়েলেৎসিন পদত্যাগ করেন এবং ভ্লাদিমির পুতিন তার স্থলাভিষিক্ত হন।
২০০২ সালের এ দিনে জার্মানিতে বিশ্বের প্রথম ম্যাগনেটিক দ্রুততম ট্রেন (ঘণ্টায় ২৭০ মাইল গতি) যাত্রা শুরু করে।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১৯০৭ঘ.)