ইতিহাসের এ দিনে : ১৮ অক্টোবর

ইতিহাসের এ দিনে : ১৮ অক্টোবর

১৫৬৫ সালের এ দিনে ফিলিপাইন আনুষ্ঠানিকভাবে স্পেনের উপনিবেশে পরিণত হয়।
১৭৪৮ সালের এ দিনে গ্রেট ব্রিটেন, স্পেন ও সার্ডিনিয়ার মধ্যে ‘আইলা শাপেল’-এর শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।
১৮৬৬ সালের এ দিনে রাশিয়া সরকারিভাবে আলাস্কাকে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয়।
১৯১০ সালের এ দিনে চীনের সাংহাইএর খ্রিষ্টিন ধর্মের যু্ব সমিতির উদ্যোগে চীনের প্রথম জাতীয় গেমসের উদ্বোধন হয়।
১৯১২ সালের এ দিনে ইতালী ও তুরস্কের ওসমানীয় খেলাফতের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯১২ সালের এ দিনে বুলগেরিয়া, সার্বিয়া, গ্রীস ও মন্ট্রিনিগ্রো ওসমানিয় তুর্কী সেনাদের ওপর হামলা শুরু করার মাধ্যমে প্রথম বলকান যুদ্ধ শুরু করে।
১৯৬৭ সালের এ দিনে রুশ মহাশূন্যযান ভেনাস-৪ প্রথমবারের মতো শুক্রে নিরাপদে অবতরণ করে।
১৯৭১ সালের এ দিনে পাক-ভারত সীমান্ত থেকে উভয়পক্ষের সৈন্য প্রত্যাহারের জন্য মস্কোস্থ মার্কিন রাষ্ট্রদূতের প্রস্তাব।
১৯৭২ সালের এ দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্বশান্তি পরিষদের সর্বোচ্চ সম্মানসূচক পদক জুলিও কুরি লাভ করেন।
১৯৭৩ সালের এ দিনে মধ্যপ্রাচ্যে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো চা ও মেডিকেল টিম প্রেরণ করা হয়।
১৯৭৬ সালের এ দিনে বাংলাদেশের সামরিক সরকার আওয়ামী লীগকে দেশে রাজনীতি করার অযোগ্য বলে ঘোষণা করে।
১৯৮৪ সালের এ দিনে আফ্রিকার মহা দেশে বিংশ শতাব্দীর সবচেয়ে বড় খরা দেখা দেয়। এ সব দেশের মধ্যে ইথিওপিয়ার দুর্যোগ সবচেয়ে গুরুতর। আফ্রিকার ৩৪টি দেশ সাংঘাতিক খরার শিকার হয় এবং ২৪টি দেশে অনাহার দেখা দেয়। কমপক্ষে এক কোটি লোক গৃহহারা হয়।
১৯৮৫ সালের এ দিনে চীনের প্রথম জাতীয় কিশোর-কিশোরী গেমস চীনের জেনযৌ শহরে সাফল্যজনকভাবে সমাপ্ত হয়।
১৯৮৯ সালের এ দিনে পূর্ব জার্মান কমিউনিস্ট পার্টির প্রধান এরিক হোনেকার ক্ষমতা হারান।
১৯৯২ সালের এ দিনে চীনা কমিউনিস্ট পার্টি চতুর্দশ কংগ্রেসে সমাজতান্ত্রিক বাজার অর্থনীতির প্রতি সমর্থন জানায়।
১৯৯৫ সালের এ দিনে চীনের রাজধানী পেইচিংএ চীন আর রাশিয়া দু’দেশের প্রতিনিধিদের মধ্যে দু’দেশের পশ্চিমাংশের সীমান্ত নির্ধারণ সংক্রান্ত চুক্তি অনুমোদন হয় ।
১৯৯৮ সালের এ দিনে এশিয়া ও প্রশান্ত মহা সাগরীয় অঞ্চলের পরিবেশ আর উন্নয়ন সম্মেলনের ষষ্ঠ বার্ষিক অধিবেশন চীনের গুয়েলিন শহরে সমাপ্ত হয়।
২০০১ সালের এ দিনে চীনের সাংহাইএ এপেকের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় । এ শীর্ষ সম্মেলনে অংশ গ্রহণকারী বিভিন্ন দেশের নেতাদের মধ্যে সন্ত্রাস দমন ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে আলোচনা হয়। চীনের তৎকালীণ প্রেসিডেন্ট চিয়াং ছে মিন এবং মার্কিন প্রেসিডেন্ট বুশ যথাক্রমে এ শীর্ষ সম্মেলনে ভাষণ দেন।
২০০২ সালের এ দিনে চীনের তথ্যকরণ নেত্রী গ্রুপ ‘ চীনের জাতীয় অর্থনীতি আর সমাজ উন্নয়নের পঞ্চম দশম পালা পরিকল্পনার তথ্যকরণ পরিকল্পনা’ প্রকাশিত হয়।
১৫৪৭ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন জুস্টুস লিপ্সপুস লিপসিউস, তিনি ছিলেন বেলজিয়ান ভাষাতাত্ত্বিক ও পণ্ডিত।
১৭৭৭ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন হাইনরিশ ভন ক্লেইস্ট, তিনি ছিলেন জার্মান লেখক ও কবি।
১৮৫৯ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন অঁরি-লুই বর্গসাঁ (Henri-Louis Bergson), তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি দার্শনিক।
১৮৭৩ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইভানয়ে বনমি, তিনি ছিলেন ইতালীয় রাজনীতিবিদ, ইতালি ২৫ প্রধানমন্ত্রী।
১৯১৮ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন পরিতোষ সেন, তিনি ছিলেন ভারতীয় চিত্রশিল্পী।
১৯২৫ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইলা মিত্র, তিনি ছিলেন বাঙালি মহিয়সী নারী ও সংগ্রামী কৃষক নেতা।
১৯৩৯ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন লি হার্ভে অসওয়াল্ড, তিনি ছিলেন মার্কিন প্রেসিডেন্ট জন এফ. কেনেডির আততায়ী।
১৯৫০ সালের এ দিনে ভারতীয় এবং ব্রিটিশ অভিনেতা ওম রাজেশ পুরী জন্মগ্রহন করেন।
১৯৫৫ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডেভিড টওয়হ্য, তিনি আমেরিকান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
১৯৫৬ সালের এ দিনে টেনিস কিংবদন্তী মার্টিনা নাভ্রাতিলোভা জন্মগ্রহন করেন।
১৯৬৪ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন শেখ রাসেল, তিনি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র।
১৯৭৪ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্যান্ডি লো, তিনি হংকং গায়ক, গীতিকার ও অভিনেত্রী।
১৯৭৮ সালের এ দিনে ভারতীয় তামিল অভিনেত্রী জয়তিকা সারাভানান জন্মগ্রহন করেন।
১৯৮৪ সালের এ দিনে ভারতীয় অভিনেত্রী এবং মডেল ফ্রেইদা সেলেনা পিন্টো জন্মগ্রহন করেন।
১৯৮৬ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন ওয়িলমা এলেস, তিনি জার্মান অভিনেত্রী।
১৬৭৮ সালের এ দিনে চিত্রশিল্পী ইয়াকপ ইয়োরদানস মৃত্যুবরণ করেন।
১৬৭৮ সালের এ দিনে মৃত্যুবরণ করেন জ্যাকব জরডায়েন্স, তিনি ছিলেন তিনি ছিলেন ফ্লেমিশ চিত্রশিল্পী।
১৮৭১ সালের এ দিনে মৃত্যুবরণ করেন চার্লস ব্যাবেজ, তিনি ছিলেন ইংরেজ গণিতবিদ। তাঁকে কম্পিউটারের জনক হিসাবে অভিহিত করা হয়।
১৮৮৯ সালের এ দিনে মৃত্যুবরণ করেন আন্তোনিও মেউকি, ইতালিয়ান বংশোদ্ভূত আমেরিকান প্রকৌশলী।
১৯১১ সালের এ দিনে মৃত্যুবরণ করেন আলফ্রেড বিনেট, তিনি ছিলেন ফরাসি মনোবিদ ও লেখক।
১৯১৪ সালের এ দিনে কবি আজিজুর রহমান মৃত্যুবরণ করেন।
১৯২৩ সালের এ দিনে কথাসাহিত্যিক মোহাম্মদ নজিবুর রহমান মৃত্যুবরণ করেন।
১৯৩১ সালের এ দিনে মৃত্যুবরণ করেন টমাস আলভা এডিসন, তিনি ছিলেন বিদ্যুতের আবিস্কারক মার্কিন উদ্ভাবক ও ব্যবসায়ী।
১৯৩৪ সালের এ দিনে মৃত্যুবরণ করেন সান্টিয়াগো রামন ওয়াই কাজাল, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী স্প্যানিশ রোগবিদ্যাবিৎ ও স্নায়ুবিজ্ঞানী।
১৯৮৪ সালের এ দিনে মৃত্যুবরণ করেন জন-এরিক হেক্সউম, তিনি ছিলেন আমেরিকান মডেল ও অভিনেতা।
১৯৮৫ সালের এ দিনে দক্ষিণ আফ্রিকার বোথা সরকারের হাতে কৃষ্ণাঙ্গ কবি বেঞ্জামিন মালায়েস [২৮]-এর ফাঁসি হয়।
১৯৯৩ সালের এ দিনে শহীদ ডাঃ মিজানুর রহমান ও মোঃ বোরহান উদ্দিন শাহাদাতবরণ করেন।
২০১২ সালের এ দিনে মৃত্যুবরণ করেন সিলভিয়া ক্রিস্টেল, তিনি ছিলেন ডাচ মডেল, অভিনেত্রী ও গায়ক।
২০১৩ সালের এ দিনে মৃত্যুবরণ করেন ফেলিক্স ডেক্সটের, তিনি ছিলেন ক্যারিবিয়ান বংশোদ্ভূত ইংরেজ কৌতুকাভিনেতা ও অভিনেতা।


(জাস্ট নিউজ/এমজে/১৮৫০ঘ.)