ইতিহাসের এ দিনে : ২৯ অক্টোবর

ইতিহাসের এ দিনে : ২৯ অক্টোবর

 

১৭৬২ সালের এ দিনে ফ্রেইবার্গে দ্বিতীয় ফ্রেডেরিকের নেতৃত্বে প্রুশীয়দের কাছে অষ্টয়দের পরাজয় ঘটে।
১৮৫১ সালের এ দিনে ‘ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব বেঙ্গল’ প্রতিষ্ঠিত হয়।
১৮৮৮ সালের এ দিনে কনস্টানটিনোপল চুক্তি অনুযায়ী সুয়েজ কল অবরোধ মুক্ত হয়।
১৮৮৯ সালের এ দিনে ব্রিটিশ দক্ষিণ আফ্রিকা কম্পানি কার্যক্রমের সনদপত্র পায়।
১৯১৭ সালের এ দিনে বাংলা চলচ্চিত্রের জনক হীরালাল সেন মৃত্যুবরণ করেন।
১৯২৩ সালের এ দিনে কামাল পাশার নেতৃত্বে তুরস্ক স্বাধীনতা লাভ করে।
১৯২৫ সালের এ দিনে সুইজারল্যান্ডের লোকোর্নোয় ১২ দিন ব্যাপী বৈঠকে লোর্কোন চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৪১ সালের এ দিনে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান জন্মগ্রহণ করেন।
১৯৬৪ সালের এ দিনে টাঙ্গানিকা ও জাঞ্জিবারের একত্রীভূত নাম ঘোষিত হয় তাঞ্জানিয়া।
১৯৭৪ সালের এ দিনে জর্জ ফোর ম্যানকে পরাজিত করে মোহাম্মাদ আলী ক্লে শ্রেষ্ঠ বিশ্ব মুষ্টিযোদ্ধা খেতাব অর্জন করেন।
২০০৬ সালের এ দিনে তৎকালীন রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ বাংলাদেশের তত্ত্বাবধ্যায়ক সরকারের প্রধান হিসেবে দ্বায়িত্ব গ্রহণ করেন।
২০১৩ সালের এ দিনে শেখ সালাহউদ্দিন আহমেদ মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন বাংলাদেশী ক্রিকেটার।

(জাস্ট নিউজ/এমজে/ডেস্ক/১৩৩৫ঘ.)