ইতিহাসের এ দিনে : ৪ জানুয়ারি

ইতিহাসের এ দিনে : ৪ জানুয়ারি

০৮৭১ সালের এ দিনে রীডিং এর যুদ্ধ এ – ওয়েসেক্সের এথেলরেড দিনেমার বাহিনীর হাতে পরাজিত হন।
১৪৯৩ সালের এ দিনে কলম্বাস আমেরিকা থেকে স্পেনের উদ্দেশে যাত্রা করেন।
১৬৪২ সালের এ দিনে ব্রিটেনের গৃহযুদ্ধে রাজা প্রথম চার্লস কর্তৃক সংসদ আক্রমন করে।
১৭৬২ সালের এ দিনে ইংল্যান্ড স্পেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৭৭৭ সালের এ দিনে আমেরিকান বাহিনী জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে প্রিন্সটনে ব্রিটিশ বাহিনীকে পরাজিত করে।
১৮৪৭ সালের এ দিনে স্যামুয়েল কল্ট মার্কিন সরকারের কাছে প্রথম রিভলবার বিক্রি করেন।
১৮৬১ সালের এ দিনে মাইকেল মধুসূদন দত্ত কর্তৃক রচিত ‘মেঘনাদ বধ’ মহাকাব্য প্রকাশিত হয়।
১৮৭৭ সালের এ দিনে বিখ্যাত বৈজ্ঞানিক টমাস আলভা এডিসন ফোনোগ্রাম আবিষ্কার করেছিলেন।
১৮৮৫ সালের এ দিনে প্রথম অ্যাপেনডিসাইটিস অপারেশন হয়।
১৯০৬ সালের এ দিনে প্রচন্ড ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে মধ্য আমেরিকার নিকারাগুয়ার মেনাগুয়া নগর ২২ হাজার অদিবাসীসহ বিনষ্ট হয়।
১৯০৮ সালের এ দিনে জেফ-এর মুলাই হাফিদ নিজেকে মরক্কোর সুলতান বলে ঘোষণা দেন।
১৯২৯ সালের এ দিনে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘পথের দাবী’ উপন্যাসটি ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়।
১৯৩২ সালের এ দিনে ভারতীয় ন্যাশনাল কংগ্রেসকে অবৈধ ঘোষণা করে।
১৯৩৪ সালের এ দিনে ডেনমার্কে প্রথম সবাক চলচ্চিত প্রদর্শিত হয়।
১৯৪৭ সালের এ দিনে দিনাজপুরে কৃষক মিছিলে গুলি চালালে সাঁওতাল শিবরাম ও কৃষক ছমির উদ্দিন নিহত হন।
১৯৪৮ সালের এ দিনে পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়।
১৯৪৮ সালের এ দিনে সাবেক বার্মা বর্তমানের মিয়ানমার ইংরেজ শাসনের কবল থেকে স্বাধীনতা অর্জন করে।
১৯৫১ সালের এ দিনে কোরিয়ার যুদ্ধে চীন এবং উত্তর কোরিয়ার যৌথ বাহিনী সিওল দখল করে।
১৯৭১ সালের এ দিনে জাতীয় মুজাহিদ সংঘ পূর্ব ও পশ্চিম পাকিস্তানের পৃথকীকরণ ও পূর্ব পাকিস্তানের স্বাধীনতার প্রয়োজনীয়তা উল্লেখ করে একটি পুস্তিকা প্রকাশ করে।
১৯৭২ সালের এ দিনে বিমান বাংলাদেশ এয়ার লাইন্স এর আনুষ্ঠানিক গোড়াপত্তন হয়।
১৯৯০ সালের এ দিনে পাকিস্তানের সাঙ্গিতে স্মরণকালের ভয়াবহ ট্রেন দুর্গটনায় ৩০৭ জন নিহত হয়।
১৯৯০ সালের এ দিনে বাংলাদেশে প্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু হয়।
১৯৯৭ সালের এ দিনে ইউরোপে প্রচন্ড শৈত্য প্রবাহে ২২৫ জন মৃত্যুবরণ করে।
১৯৯৯ সালের এ দিনে ইউরোপীয় ইউনিয়নের পুঁজি বাজারে অভিন্ন মুদ্রা হিসেবে ইউরোর আর্বিভাব ঘটে।
২০০৪ সালের এ দিনে মঙ্গল গ্রহে নাসা প্রেরিত ‘স্পিরিট’ অবতরণ করে।

(জাস্ট নিউজ/একে/১৭০৪ঘ.)