ইতিহাসের এ দিনে : ৬ জানুয়ারি

ইতিহাসের এ দিনে : ৬ জানুয়ারি

১৮৩৮ সালের এই দিনে সামুয়েল মোর্স জনসমক্ষে প্রথম বৈদ্যুতিক টেলিগ্রাফের কাজ প্রদর্শন করেন।
১৮৩৮ সালের এই দিনে ইংল্যান্ডে প্রথম ভ্রাম্যমান রেলওয়ে পোস্ট অফিস চালু হয়।
১৯১৬ সালের এই দিনে ব্রিটেনে সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক ঘোষণা করা হয়।
১৯২৯ সালের এই দিনে রাজা আলেকজান্ডারের যুগোস্লাভিয়ার স্বৈরশাসক হিসেবে আত্মপ্রকাশ ঘটে।
১৯৩৯ সালের এই দিনে জার্মান পদার্থবিদ অটোহ্যান নিউক্লিয়ার পদ্ধতি আবিস্কার করেন।
১৯৫০ সালের এই দিনে ব্রিটেন চীনের কমিউনিস্ট শাসনকে স্বীকৃতি দেয়।
১৯৭২ সালের এই দিনে পাকিস্তানের কারাগার থেকে বঙ্গবন্দু শেখ মুজিুর রহমান মুক্তিলাভ করে।
১৯৭৫ সালের এই দিনে জরুরি ক্ষমতা আইনবলে বাংলাদেশে জনসভা, সমাবেশসহ সকল রাজনৈতিক তৎপরতা নিষিদ্ধ করা হয়।
১৯৭৯ সালের এই দিনে মৌসুমি বায়ু পরীক্ষামূলক প্রথম রকেট ‘রোহণী’ উৎক্ষেপণ করে ভারত।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১৭৩৪ঘ.)