ইতিহাসের এ দিনে : ১ জানুয়ারি

ইতিহাসের এ দিনে : ১ জানুয়ারি

ইংরেজি নববর্ষ; গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১ম (অধিবর্ষে ১ম) দিন।
০০৪৫ খ্রিস্টপূর্বাব্দের এ দিনে জুলিয়ান ক্যালেন্ডারের সূচনা হয়।
৪০৪ সালের এ দিনে রোমে সর্বশেষ গ্ল্যাডিয়েটর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
০৬৩০ সালের এ দিনে হযরত মুহাম্মদ (সা:) ‌এর মক্কা জয়ের জন্য যাত্রা শুরু হয়।
০৯৯০ সালের এ দিনে কিয়েভীয় রুস জুলিয়ান পঞ্জিকা গ্রহণ করে।
১৩৯৯ সালের এ দিনে তৈমুর লঙ দিল্লি দখল করে নিজেকে ভারতের সম্রাট ঘোষণা করেন।
১৪৩৮ সালের এ দিনে হ্যাবসবার্গ বংশের দ্বিতীয় আলবার্ট হাঙ্গেরীর রাজা হিসাবে অধিষ্টিত হন।
১৬০০ সালের এ দিনে স্কটল্যান্ড এ জুলিয়ান পঞ্জিকার প্রচলন হয়।
১৬৫১ সালের এ দিনে ইংল্যান্ডের দ্বিতীয় চার্লস স্কটল্যান্ড এর রাজা হিসাবে অভিষিক্ত হন।
১৬৭৩ সালের এ দিনে নিউ ইয়র্ক ও বস্টন শহরের মধ্যে নিয়মিত ডাক যোগাযোগ শুরু হয়।
১৭৮৮ সালের এ দিনে টাইমস অব লন্ডনের প্রথম সংস্করণ প্রকাশিত হয়।
১৭৮৯ সালের এ দিনে কলকাতা-লন্ডন ডাক যোগাযোগ ব্যবস্থা চালু হয়।
১৮০৪ সালের এ দিনে ল্যাতিন আমেরিকার দেশ হাইতি স্বাধীনতা ঘোষণা করে। হাইতি ল্যাতিন আমেরিকার প্রথম স্বাধীনতা ঘোষণাকারী দেশ।
১৮০৮ সালের এ দিনে যুক্তরাষ্ট্রে দাস আমদানীর উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
১৮০৯ সালের এ দিনে কলকাতার “ব্যাংক অফ ক্যালকাটা”র নাম পরিবর্তন করে “বেঙ্গল ব্যাঙ্ক” রাখা হয়।
১৮১৮ সালের এ দিনে লন্ডন মিশনারি সোসাইটির ধর্মযাজক রবার্ট মে চোদ্দোজন ছাত্রীকে নিয়ে চুঁচুড়া বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।
১৮২৪ সালের এ দিনে কলকাতায় সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয়।
১৮৩৯ সালের এ দিনে আইন ও শুল্ক বিষয়ে ভারতে ফারসি ভাষার ব্যবহার নিষিদ্ধ করা হয়।
১৮৪৪ সালের এ দিনে ভিক্যর ক্যারু কলকাতায় সেন্ট জনস কলেজ প্রতিষ্ঠা করেন।
১৮৪৬ সালের এ দিনে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদীয়া জেলার একটি শহর ও পৌরসভা এলাকা কৃষ্ণনগরে “কৃষ্ণনগর সরকারি কলেজ” প্রতিষ্ঠিত হয়।
১৮৪৬ সালের এ দিনে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগণা জেলার একটি শহর ও পৌরসভা এলাকা বারাসতে “বারাসত সরকারি বিদ্যালয়” প্রতিষ্ঠিত হয়।
১৮৬৩ সালের এ দিনে ফকল্যান্ডের ওপর ব্রিটেনের সার্বভৌমত্ব ঘোষণা করা হয়।
১৮৬৩ সালের এ দিনে আমেরিকায় প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের ক্রীতদাস প্রথার বিলুপ্তি ঘোষণা করা হয়।
১৮৬৯ সালের এ দিনে ভারত দেশের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ভাগে অবস্থিত জলপাইগুড়ি জেলা গঠিত হয়।
১৮৭১ সালের এ দিনে মনমোহন ঘোষের সম্পাদনায় সাপ্তাহিক ইন্ডিয়ান মিরর পত্রিকাটি দৈনিক পত্রিকারূপে আত্মপ্রকাশ করে। এটিই ছিল প্রথম ভারতীয় কর্তৃক সম্পাদিত দৈনিক পত্রিকা।
১৮৭৪ সালের এ দিনে কলকাতা কর্পোরেশন পরিচালিত প্রথম পৌরবাজারের উদ্বোধন হয়। ১৯০৩ সালের এ বাজারের নাম হয় “স্যার স্টুয়ার্ট হগ মার্কেট”।
১৮৭৬ সালের এ দিনে তদনীন্তন প্রিন্স অফ ওয়েলস তথা পরবর্তীকালের ব্রিটিশ সম্রাট সপ্তম এডওয়ার্ড কলকাতায় আলিপুর পশুশালা উদ্বোধন করেন।
১৮৭৭ সালের এ দিনে রানী ভিক্টোরিয়াকে ব্রিটিশ ভারতের সম্রাজ্ঞী ঘোষণা করা হয়।
১৮৮০ সালের এ দিনে ভারতবর্ষে প্রথম ডাকঘরে মানি অর্ডার প্রথা চালু হয়।
১৮৮০ সালের এ দিনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর “সি.আই.এ” উপাধি লাভ করেন।
১৮৮৬ সালের এ দিনে এক ঘোষণা বলে ব্রহ্মদেশকে (মিয়ানমার) ইংরেজ শাসনে আনা হয়।
১৮৮৯ সালের এ দিনে নিউইয়র্কে মৃত্যুদণ্ড কার্যকরের জন্য কৈদ্যুতিক চেয়ার ব্যবহার শুরু করা হয়।
১৮৯০ সালের এ দিনে আফ্রিকার দেশ ইরিত্রিয়াকে ইতালির উপনিবেশ হিসেবে ঘোষণা করা হয়।
১৮৯০ সালের এ দিনে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালী উপাচার্য নিযুক্ত হন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়।
১৯১৫ সালের এ দিনে ব্রিটিশ সরকার বৈজ্ঞানিক আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে “নাইট” উপাধিতে ভূষিত করে।
১৯১৫ সালের এ দিনে ব্রিটিশ সরকার লর্ড সত্যেন্দ্রপ্রসন্ন সিংহকে (লর্ড সিনহা) “নাইট” উপাধিতে ভূষিত করে।
১৯২৩ সালের এ দিনে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ স্বরাজ্য দল গঠন করেন এবং ইংরেজি দৈনিক ফরওয়ার্ড প্রকাশ করেন।
১৯৪২ সালের এ দিনে জাতিসংঘ বিষয়ক ঘোষণা দেয়া হয়।
১৯৪৯ সালের এ দিনে জাতিসংঘের উদ্যোগে পাক-ভারতের যুদ্ধবিরতি ঘটানো হয়।
১৯৫৮ সালের এ দিনে প্রথম ইউরোপীয় কমিটি প্রতিষ্ঠিত হয়।
১৯৫৬ সালের এ দিনে সুদানের স্বাধীনতা ঘোষণা করা হয়।
১৯৬৫ সালের এ দিনে ফিলিস্তিন মুক্তি সংস্থা (পিএলও) গঠিত হয়।
১৯৭১ সালের এ দিনে মার্টিন কোম্পানির হাওড়া-আমতা রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
১৯৭৩ সালের এ দিনে মার্কিন সাম্রাজ্যবাদী সরকার হাজার হাজার বোমা নিক্ষেপকরে র্নিবিচারে গনহত্যা চালিয়ে স্তব্ধ করে দিতে চেয়েছিলো অকুতোভয় ভিয়েতনামী জনতার মুক্তি সংগ্রাম, এ পৈশাচিক হত্যার প্রতিবাদে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা নগরীর বুকে বিশাল বিক্ষোভ মিছিল বের করেছিলো তৎকালীন র্মাকিন সাংস্কৃতিক কেন্দ্রের সম্মুখে, শান্তির্পূণ শ্লোগান মুখর মিছিলের ওপর হামলা চালায় সরকারি ঠেঙাড়ে বাহিনী। শহীদ হয় ছাত্র ইউনিয়নের দুজন সাহসী যোদ্ধা -মতিউল ইসলাম ও মীর্জা কাদের। আহত হন অনেকে।
১৯৭৫ সালের এ দিনে হলদিয়ার “হলদিয়া তৈল সংশোধনাগার” থেকে পরীক্ষামূলকভাবে উৎপাদন শুরু হয়।
১৯৭৮ সালের এ দিনে ভারতের মুম্বাই বিমান বন্দর থেকে একটি বোয়িং-সেভেন জিরো সেভেন উড্ডয়নের ৪ মিনিট পরে সাগরে পতিত হলে ২১৩ জন যাত্রীর সবাই নিহত হন।
১৯৮৪ সালের এ দিনে ব্রিটেনের কাছ থেকে ব্রুরাই স্বাধীনতা লাভ করে।
১৯৮৭ সালের এ দিনে চীনে অধিকতর গণতন্ত্রের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ শুরু হয়।
১৯৯৩ সালের এ দিনে বাংলাদেশের পঞ্চম বিভাগ হিসেবে বরিশাল বিভাগের উদ্বোধন করা হয়।
০৭৬৬ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন আলি আর-‌রিডা, তিনি ছিলেন শিয়া ইমাম।
১৮৫৪ সালের এ দিনে নৃতত্ত্ববিদ স্যার জেমস ফ্রেজার জন্মগ্রহণ করেন।
১৮৭৯ সালের এ দিনে ইংরেজ ঔপন্যাসিক ই এম ফস্টার জন্মগ্রহণ করেন।
১৮৯০ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন প্রেমাঙ্কুর আতর্থী, তিনি ছিলেন ভারতীয় বাঙালি সাহিত্যিক ও চলচ্চিত্র পরিচালক।
১৮৯৪ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন বিজ্ঞানাচার্য সত্যেন্দ্রনাথ বসু (সত্যেন বোস), তিনি ছিলেন ভারতীয় বাঙালি পদার্থবিদ।
১৯০৩ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন জসীম উদ্দীন, তিনি ছিলেন বাংলাদেশের একজন বিখ্যাত কবি।
১৯১০ সালের এ দিনে ভারতের স্বাধীনতা সংগ্রামী নলিনী দাস জন্মগ্রহণ করেন।
১৯১৪ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন অদ্বৈত মল্লবর্মণ, তিনি ছিলেন ভারতীয় বাঙালি সাহিত্যিক।
১৯১৯ সালের এ দিনে নৃত্যশিল্পী বুলবুল চৌধুরীর (রশীদ আহমেদ) জন্ম।
১৯২৭ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভারনোন এল. স্মিথ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান অর্থনীতিবিদ।
১৯৩০ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন এ.কে. খন্দকার, তিনি ছিলেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা।
১৯৩০ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন আবদুল্লাহ আল মুতী শরফুদ্দিন, তিনি ছিলেন বাংলাদেশের প্রখ্যাত শিক্ষাবিদ, বিজ্ঞান লেখক ও বিজ্ঞান কর্মী।
১৯৪৬ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন রিভেলিনো, তিনি ছিলেন প্রাক্তন ব্রাজিলীয় ফুটবলার।
১৯৫৭ সালের এ দিনে বাংলাদেশের প্রখ্যাত গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল জন্মগ্রহন করেন।
১৯১১ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন মোহাম্মদ ইব্রাহিম (চিকিৎসক), তিনি ছিলেন বাংলাদেশের প্রখ্যাত চিকিৎসক।
১৯৮৪ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন অলোক কাপালী, তিনি বাংলাদেশী ক্রিকেটার।
১৯৯০ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন মোহাম্মদ রুবেল হোসেন, তিনি বাংলাদেশী ক্রিকেটার।
০৮৭৪ সালের এ দিনে মৃত্যুবরণ করেন হাসান আল‌-আসকারী।
১৭৪৮ সালের এ দিনে মৃত্যুবরণ করেন ইয়োহান বার্নুয়ি, তিনি ছিলেন সুইজারল্যান্ডীয় গণিতবিদ।
১৭৮২ সালের এ দিনে জার্মান সুরস্রষ্টা ইয়োহান ক্রিস্টিয়ান বাখ মৃত্যুবরণ করেন।
১৮৯৪ সালের এ দিনে মৃত্যুবরণ করেন হেনরিখ হার্টজ, তিনি ছিলেন জার্মান পদার্থবিজ্ঞানী।
১৯২১ সালের এ দিনে মৃত্যুবরণ করেন সুরেশচন্দ্র সমাজপতি, তিনি ছিলেন বাঙালি সাহিত্য সমালোচক।
১৯৯৫ সালের এ দিনে মৃত্যুবরণ করেন ইউজিন পল উইগনার, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী হাঙ্গেরিয়ানবংশোদ্ভূত আমেরিকান পদার্থবিদ ও গণিতবিদ।
২০০৮ সালের এ দিনে মৃত্যুবরণ করেন প্রতাপচন্দ্র চন্দ্র, তিনি ছিলেন ভারতীয় বাঙালি শিক্ষাবিদ, ভারতের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী।
২০১৪ সালের এ দিনে মৃত্যুবরণ করেন বিলি ম্যাককল, তিনি ছিলেন ব্রিটিশ অভিনেতা।

এমজে