ইতিহাসের এ দিনে : ৩ মার্চ

ইতিহাসের এ দিনে : ৩ মার্চ

বিশ্ব জন্ম-ত্রুটি দিবস।
বিশ্ব বন্যপ্রাণী দিবস।
আন্তর্জাতিক কর্ণসেবা দিবস।
১৭০৭ সালের এ দিনে যুবরাজ মুয়াজ্জম আওরঙ্গজেবের উত্তরাধিকারীর দায়িত্ব গ্রহণ করেন ও বাহাদুর শাহ (প্রথম) নাম ধারণ করেন।
১৮৬১ সালের এ দিনে রাশিয়ায় ভূমিদাস প্রথার বিলুপ্তি করা হয়।
১৮৭৮ সালের এ দিনে যুদ্ধ অবসানের পর রুশ-তুর্কি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯০৬ সালের এ দিনে অনুশীলন সমিতির মুখপাত্র ‘যুগান্তর’ প্রকাশিত হয়।
১৯২৪ সালের এ দিনে তুরস্কের জাতীয় পরিষদ কর্তৃক ৬৪৩ বছরের প্রচলিত খেলাফত প্রথা বিলুপ্ত ঘোষণা করা হয়।
১৯৪৯ সালের এ দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিম্ন কর্মচারীদের ধর্মঘট অনুষ্ঠিত হয়।
১৯৭১ সালের এ দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে অসহযোগ আন্দোলন শুরু হয়।
১৯৭১ সালের এ দিনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আমার সোনার বাংলা …’ গানটি পল্টন ময়দানে ঘোষিত ইশতেহারে বাংলাদেশের প্রস্তাবিত জাতীয় সংগীত হিসেবে ঘোষণা করা হয়।
১৯৭২ সালের এ দিনে বাংলাদেশ রাইফেলস্ প্রতিষ্ঠিত হয়।
১৯৭৪ সালের এ দিনে তুর্কি ডিসি -১০ বিমান বিধ্বস্ত হয়ে ৩৪৬ জন নিহত হন।
১৯৭৬ সালের এ দিনে বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশ সরকার ‘বাংলাদেশী’ জাতীয়তাবাদ প্রবর্তন করেন।
১৯৭৮ সালের এ দিনে জাতীয় স্মৃতিসৌধের নকশা অনুমোদন করা হয়।
১৯৯১ সালের এ দিনে এস্তোনিয়া ও লাতভিয়া সোভিয়েত ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হওয়ার পক্ষে ভোট দেয়।
২০০৫ সালের এ দিনে রাজধানীতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ যানজট নিরসনের অংশ হিসেবে ২৯ কিলোমিটার দীর্ঘ সদরঘাট আশুলিয়া নৌপথ উদ্বোধন করা হয়।
১৭৯৩ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন উইলিয়াম ম্যাকরেডি, তিনি ছিলেন ইংরেজ অভিনেতা ও পরিচালক।
১৮৪৫ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন গেয়র্গ কান্টর, তিনি ছিলেন জার্মান গণিতবিদ ও দার্শনিক।
১৮৪৭ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন আলেকজান্ডার গ্রাহাম বেল,তিনি ছিলেন স্কটিশ বিজ্ঞানী ও উদ্ভাবক।
১৮৯৫ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন রাগনার ফেইশ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী নরওয়েজিয়ান অর্থনীতিবিদ।
১৯১৮ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন আর্থার কর্ণবার্গ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান প্রাণরসায়নী।
১৯৩০ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন আয়ন ইলিস্কু, তিনি রোমানীয় ইঞ্জিনিয়ার, রাজনীতিবিদ ও ২য় প্রেসিডেন্ট।
১৯৩৫ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন যহেলয়ু যহেলেভ, তিনি ছিলেন বুলগেরিয়া দার্শনিক, রাজনীতিবিদ ও ২য় প্রেসিডেন্ট।
১৯৪৫ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন জর্জ মিলার, তিনি অস্ট্রেলিয়ার পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
১৯৫৩ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন জিকো, তিনি ব্রাজিলিয়ান ফুটবলার ও কোচ।
১৯৫৬ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন যবিগনিও বনিক, তিনি পোলিশ ফুটবলার ও ম্যানেজার।
১৯৬৫ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন ড্রাগান স্টজকভিক, তিনি সার্বীয় ফুটবলার ও ম্যানেজার।
১৯৬৭ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন শঙ্কর মহাদেবন, তিনি ভারতীয় গায়ক ও গীতিকার।
১৯৭০ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলে ইনজামাম-উল-হক, তিনি সাবেক পাকিস্তানি ক্রিকেটার।
১৯৮৬ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন মেহমেত তপাল, তিনি তুর্কি ফুটবল খেলোয়াড়।
১৭০৭ সালের এ দিনে মৃত্যুবরণ করেন আওরঙ্গজেব, তিনি ছিলেন মুঘল সম্ৰাট।
১৯৬৫ সালের এ দিনে মৃত্যুবরণ করেন শাহেদ সোহরাওয়ার্দী, তিনি ছিলেন শহীদ সোহরাওয়ার্দীর বড় ভাই, বিশিষ্ট শিক্ষাবিদ ও শিল্পকলা বিশারদ।
১৯৮৩ সালের এ দিনে মৃত্যুবরণ করেন এর্জে, তিনি ছিলেন বেলজীয় কমিক্স লেখক ও চিত্রকর।
১৯৯২ সালের এ দিনে মৃত্যুবরণ করেন সুকুমার সেন, তিনি ছিলেন শিক্ষাবিদ, ভাষাবিদ ও গবেষক।
১৯৯৯ সালের এ দিনে মৃত্যুবরণ করেন গেরহার্ড হাইনরিখ ফ্রেডরিখ অটো জুলিয়াস হার্জবার্গ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান বংশোদ্ভূত কানাডিয়ান রসায়নবিদ।
২০০১ সালের এ দিনে মৃত্যুবরণ করেন লুই এডমণ্ডস, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা।
২০০৮ সালের এ দিনে মৃত্যুবরণ করেন গিউসেপে ডি স্টেফানো, তিনি ছিলেন ইতালীয় অভিনেতা।
২০১০ সালের এ দিনে মৃত্যুবরণ করেন মাইকেল ফুট, তিনি ছিলেন ইংরেজ সাংবাদিক ও রাজনীতিবিদ।
২০১৪ সালের এ দিনে মৃত্যুবরণ করেন উইলিয়াম আর. পোগুয়ে, তিনি ছিলেন আমেরিকান কর্নেল, পাইলট ও মহাকাশচারী।
২০১৬ সালের এ দিনে মৃত্যুবরণ করেন মার্টিন ক্রো, তিনি ছিলেন নিউজিল্যান্ডের বিখ্যাত ক্রিকেটার, ধারাভাষ্যকার ও লেখক।
এমজে/