ইতিহাসের এ দিনে : ৯ মার্চ

ইতিহাসের এ দিনে : ৯ মার্চ

১৮৫৮ সালের এ দিনে সম্রাট বাহাদুর শাহ জাফর তৎকালীন বার্মার রেঙ্গুনে নির্বাসিত হন।
১৯১৮ সালের এ দিনে রাশিয়ার রাজধানী পেত্রোগ্রাদ থেকে মস্কোতে স্থানান্তরিত হয়।
১৯৫৬ সালের এ দিনে মরক্কো ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা পুনরুদ্ধার করে।
১৪৫২ সালের এ দিনে আমেরিগেডেস পুচি, নৌ-অভিযাত্রী, তার নামানুসারে আমেরিকার নামকরণ করা হয়।
১৪৫৪ সালের এ দিনে আমেরিগও ভেসপুসি, ইতালিয়ান মানচিত্রকর এবং অভিযাত্রী।
১৮৯০ সালের এ দিনে ভ্যাচেস্লাভ মলোটভ, রাশিয়ান রাজনীতিবিদ ও মন্ত্রী।
১৯০৭ সালের এ দিনে মির্চা এলিয়াদ, রোমানিয়ান লেখক।
১৯২৩ সালের এ দিনে ওয়াল্টার কোন, নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রিয়ান বংশোদ্ভূত মার্কিন পদার্থবিদ।
১৯২৯ সালের এ দিনে জিল্লুর রহমান, আওয়ামী লীগ নেতা ও বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি।
১৯৩৪ সালের এ দিনে কাইয়ুম চৌধুরী, বাংলাদেশের স্বনামধন্য চিত্রশিল্পী।
১৯৪৩ সালের এ দিনে রবার্ট জেমস ববি ফিশার, মার্কিন দাবা খেলোয়াড় ও লেখক।
১৯৫১ সালের এ দিনে জাকির হোসেন, ভারতীয় তবলা বাদক, সুরকার ও অভিনেতা।
১৯৫৯ সালের এ দিনে তাকাকি কাজিতা, নোবেল পুরস্কার বিজয়ী জাপানি পদার্থবিজ্ঞানী ও শিক্ষাবিদ।
১৯৭৫ সালের এ দিনে হুয়ান সেবাস্তিয়ান ভেরন, আর্জেন্টাইন ফুটবলার।
১৯৮৩ সালের এ দিনে মাইটে পেরনি, মেক্সিক্যান গায়ক, গীতিকার ও অভিনেত্রী।
১৬৬১ সালের এ দিনে কার্ডিনাল মাযারিন, ফরাসি শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী।
১৮৫৮ সালের এ দিনে মদনমোহন তর্কালঙ্কার, ভারতীয় কবি, পণ্ডিত ও নাট্যকার।
১৮৯৭ সালের এ দিনে সাইয়িদ জামাল উদ্দিন আফগানি, আফগান ভাবাদর্শী ও অ্যাকটিভিস্ট।
১৯৮১ সালের এ দিনে ম্যাক্স ডেলবুর্ক, নোবেল বিজয়ী চিকিৎসাবিজ্ঞানী।
১৯৯৬ সালের এ দিনে জর্জ বার্নস, মার্কিন অভিনেতা ও গায়ক।
২০১২ সালের এ দিনে জয় মুখার্জি, ভারতের চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক।
২০১৫ সালের এ দিনে অ্যালেক্সিস ভাস্টিনে, ফরাসি মুষ্টিযোদ্ধা।
এমজে/