ইতিহাসের এ দিনে : ২৮ মার্চ

ইতিহাসের এ দিনে : ২৮ মার্চ

১৮০০ সালের এ দিনে আইরিশ পার্লামেন্টে ইংল্যান্ডের সঙ্গে সংযুক্তির আইন অনুমোদিত হয়।
১৮০৯ সালের এ দিনে ব্যাটল অব মেডেলিনে ফ্রান্স স্পেনকে পরাজিত করে।
১৮২২ সালের এ দিনে উর্দু ভাষায় প্রথম ভারতীয় সংবাদপত্র সাপ্তাহিক ‘জাম-ই-জাহান জুমা’ প্রকাশিত হয়।
১৮৫৪ সালের এ দিনে ব্রিটেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে ক্রিমিয়ার যুদ্ধ শুরু হয়।
১৯৩০ সালের এ দিনে কনস্টান্টিনোপলের নাম ইস্তাম্বুল ও অ্যাঙ্গোরার নাম আঙ্কারা করা হয়।
১৯৩১ সালের এ দিনে স্পেনের জেনারেল ফ্লাঙ্কো ক্ষমতা দখল করে।
১৯৩৮ সালের এ দিনে জাপান নানকিংয়ে চীন প্রজাতন্ত্রের পুতুল সরকার গঠিত হয়।
১৯৩৯ সালের এ দিনে প্রায় তিন বছর যুদ্ধের পর স্পেনের গৃহযুদ্ধের পরিসমাপ্তি ঘটে।
১৯৪১ সালের এ দিনে নেতাজী সুভাসচন্দ্র বসু কলকাতা থেকে গোপনে বার্লিন পৌঁছেন।
১৯৪২ সালের এ দিনে রাসবিহারী বসু জাপানের টোকিওতে ভারত স্বাধীন করার আহ্বান জানিয়ে ভাষণ দেন।
১৯৭০ সালের এ দিনে তুরস্কে ৭.২ মাত্রার এক ভয়াবহ ভূমিকম্প হয়।
১৯৭৪ সালের এ দিনে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়।
১৯৭৯ সালের এ দিনে যুক্তরাষ্ট্রের পেনিসেলভিয়া অঙ্গরাজ্যের অবস্থিত থ্রি মাইল আইল্যান্ডের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে দুঘর্টনা ঘটেছিলো।
২০০১ সালের এ দিনে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ কিয়াটো প্রোটোকল থেকে যুক্তরাষ্ট্রের সমর্থন প্রত্যাহার করে নেন।
১৮৬২ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন আরিস্টিডে ব্রিয়ান্ড, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি রাজনীতিবিদ ও সবেক ফ্রান্সের প্রধানমন্ত্রী।
১৮৬৮ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন মাক্সিম গোর্কি, তিনি ছিলেন রুশ সাহিত্যিক।
১৮৯২ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন করনেইল হেয়মান্স, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী বেলজিয়ান শারীরবিজ্ঞানী।
১৯০৭ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন নররেয় ফোর্ড, তিনি ছিলেন ইংরেজ লেখক।
১৯৩০ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন জেরোম আইজ্যাক ফ্রিডম্যান, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ ও একাডেমিক।
১৯৩৬ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন মারিও বার্গাস ইয়োসা, তিনি ছিলেন নোবেলজয়ী পেরুর লেখক।
১৯৪৯ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন লেসলি ভ্যালিয়ান্ট, তিনি খ্যাতিমান কম্পিউটার বিজ্ঞানী ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।
১৯২২ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন জয়ি মাক্সিম, তিনি ছিলেন আমেরিকান মুষ্টিযোদ্ধা।
১৯৩৫ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন মাইকেল পারকিনসন, তিনি ইংরেজ সাংবাদিক ও লেখক।
১৯৩৬ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন মারিও বার্গাস ইয়োসা, তিনি নোবেল পুরস্কার বিজয়ী পেরুর বংশোদ্ভূত স্প্যানিশ সাংবাদিক ও লেখক।
১৯৫৫ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন রিবা মকেন্টির, তিনি আমেরিকান গায়ক, গীতিকার, প্রযোজক ও অভিনেত্রী।
১৯৬৮ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন নাসের হুসেন, তিনি ভারতীয় বংশোদ্ভূত ইংরেজ ক্রিকেটার।
১৯৭৫ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন অক্ষয় খান্না, তিনি ভারতীয় অভিনেতা।
১৯৭৭ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন লরেন ওয়েইসবেরগের, তিনি আমেরিকান লেখক।
১৯৮১ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন আন্তোনিও রিযার, তিনি ইতালিয়ান ফুটবল।
১৫৮৪ সালের এ দিনে মৃত্যুবরণ করেন ইভান দি টের্রিব্লে, তিনি ছিলেন রাশিয়ান রাজা।
১৯১৭ সালের এ দিনে মৃত্যুবরণ করেন আলবার্ট পিংকহ্যাম রাইডার, তিনি ছিলেন আমেরিকান চিত্রশিল্পী।
১৯৪১ সালের এ দিনে মৃত্যুবরণ করেন ভার্জিনিয়া উলফ, তিনি ছিলেন ইংরেজ লেখক ও সমালোচক।
১৯৬৯ সালের এ দিনে মৃত্যুবরণ করেন ডোয়াইট্ ডি. আইজেনহাওয়ার, তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৪তম রাষ্ট্রপতি।
১৯৭৪ সালের এ দিনে মৃত্যুবরণ করেন ফ্রাঞ্চইসে রসায়, তিনি ছিলেন ফরাসি অভিনেত্রী ও গায়িকা।
১৯৮২ সালের এ দিনে মৃত্যুবরণ করেন উইলিয়াম ফ্রান্সিস জিওক, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী কানাডিয়ান রসায়নবিদ।
১৯৮৫ সালের এ দিনে দিনে মৃত্যুবরণ করেন মার্ক শাগাল, তিনি ছিলেন রুশ চিত্রশিল্পী।
১৯৮৭ সালের এ দিনে মৃত্যুবরণ করেন মারিয়া ভন ট্র্যাপ, তিনি ছিলেন অস্ট্রিয়ান আমেরিকান গায়ক।
২০১২ সালের এ দিনে মৃত্যুবরণ করেন এটেল বিলিন, তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী ও গায়ক।
২০১৩ সালের এ দিনে মৃত্যুবরণ করেন জর্জ ই.পি. বক্স, ইংরেজ বংশোদ্ভূত আমেরিকান পরিসংখ্যানবিদ ও শিক্ষক।

এমজে/