ইতিহাসের এ দিনে : ২১ জানুয়ারি

ইতিহাসের এ দিনে : ২১ জানুয়ারি

১৭৩৭ সালের এ দিনে পূর্ব ভারতের বঙ্গোপসাগরে ভয়াবহ প্রাণঘাতি ঝড় তুফানে তিন লক্ষ মানুষ প্রাণ হারায়।
১৭৬২ সালের এ দিনে ইংল্যান্ড ও স্পেনের যুদ্ধ শুরু হয়।
১৭৯৩ সালের এ দিনে জানুয়ারিতে ফরাসী সম্রাট ষোড়শ লুঁইকে শুলে চড়িয়ে হত্যা করা হয়।
১৮৪৬ সালের এ দিনে চার্লস ডিকেন্স সম্পাদিত ‘দি ডেইলি নিউজ’ প্রথম প্রকাশিত হয়।
১৮৯৯ সালের এ দিনে ওপেলের অটোমোবাইল তৈরি শুরু হয়।
১৯৩৬ সালের এ দিনে রাজা অষ্টম এডওয়ার্ড ইংল্যান্ডের সিংহাসনে আরোহণ করেন।
১৯৪৯ সালের এ দিনে চীনের প্রেসিডেন্টের পদ থেকে চিয়াং কাই শেকের পদত্যাগ করেন।
১৯৫৪ সালের এ দিনে পারমাণবিক শক্তিচালিত প্রথম মার্কিন জাহাজ নটিলাস সাগরে ভাসে।
১৯৬০ সালের এ দিনে বেগবর্ধক শক্তি আর ওজনশূণ্যতায় সৃস্ট প্রভাব পরীক্ষা করার জন্য প্রথমবারের মতো তিন বছর বয়সী একটি বানর মহাকাশে প্রেরণ করা হয়।
১৯৬৮ সালের এ দিনে উত্তর কোরিয়ার ৩১ কমান্ডো কর্তৃক দক্ষিণ কোরিয়ার প্রসিডেন্ট প্রাসাদে হামলা। মুখোমুখি বন্দুকযুদ্ধে একজন ছাড়া এদের সবাই নিহত। এ সময় সংঘর্ষে দক্ষিণ কোরিয়ার নিহত হয় ৩৪ জন।
১৯৭০ সালের এ দিনে ইরাকে অভ্যুত্থান চেষ্টা নস্যাৎ। ১২ জনকে হত্যা।
১৯৭২ সালের এ দিনে মনিপুর, মিজোরাম ও ত্রিপুরা ভারতের পূর্ণ রাজ্যে পরিণত হয়।
১৯৭৫ সালের এ দিনে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে শেখ মুজিবুর রহমানকে সর্বময় ক্ষমতা অর্পণ করা হয়।
১৯৭৬ সালের এ দিনে লন্ডন-বাহরাইন এবং প্যারিস-রিওর মধ্যে ফ্লাইট চলাচলের মধ্য দিয়ে কনকর্ডের বাণিজ্যিক উড্ডয়ন শুরু হয়।
১৯৯৬ সালের এ দিনে ইয়াসির আরাফাত ফিলিস্তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন।
১৯৯৭ সালের এ দিনে সৌদি আরব থেকে বিতাড়িত ৯১২ বাংলাদেশীর দেশে প্রর্তাবর্তন করে।
২০০২ সালের এ দিনে কানাডিয়ান ডলার, আমেরিকান ডলারের তুলনায় সর্বকালের সর্বনিম্ন বিনিময় মূল্য পায় (১ কানাডিয়ান ডলার = ০.৬১৭৯ আমেরিকান ডলার)।
২০০৩ সালের এ দিনে মেক্সিকোর কোলিমা রাজ্যে ৭.৬ মাত্রার ভূ-কম্পনে ২৯জন নিহত এবং আনুমানিক ১০,০০০ লোক গৃহহীন হয়ে পড়ে।
২০০৫ সালের এ দিনে বেলাইজের বেলমোপান এলাকায় সরকারের নতুন করনীতির প্রতিবাদে দাংগা ছড়িয়ে পড়ে।
২০০৮ সালের এ দিনে কালো সোমবার হিসেবে বিশ্বব্যাপী শেয়ার বাজারে প্রতিষ্ঠিত। এফটিএসই ১০০-এর সূচক একদিনে সবচেয়ে বড় পতন ঘটে। ইউরোপীয় স্টক এক্সচেঞ্জগুলো ১১ সেপ্টেম্বর, ২০০১-এর পর সবচেয়ে খারাপ করে শেষ হয়। এশিয়ার শেয়ার মার্কেটগুলোর সূচক ১৪% কমে যায়।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/