ইতিহাসের এ দিনে, ২৮ জানুয়ারি

ইতিহাসের এ দিনে, ২৮ জানুয়ারি

১৮৩১ সালের এ দিনে ঈশ্বরগুপ্তের সম্পাদনায় প্রথম বাংলা সাপ্তাহিক ‘সংবাদ প্রভাকর’ প্রকাশিত হয়।
১৮৭১ সালের এ দিনে জার্মান বাহিনীর কাছে প্যারি আত্মসমর্পণ করে।
১৮৮২ সালের এ দিনে কলকাতা-বোম্বাই দূরালাপনি চালু হয়।
১৯০৯ সালের এ দিনে স্প্যানিশ-আমেরিকান যুদ্ধের পর প্রথম আমেরিকার সেনারা কিউবা ত্যাগ করে। শুধু গুয়ান্তানামো বে নৌঘাঁটি তাদের দখলে রাখে।
১৯১৫ সালের এ দিনে কংগ্রেসে আইন পাসের মাধ্যমে মার্কিন যুক্তরাস্ট্রের কোস্টগার্ড বাহিনী গঠন করা হয়।
১৯৩২ সালের এ দিনে জাপানী সৈন্যরা সাংহাই দখল করে।
১৯৪৫ সালের এ দিনে তৎকালীন বার্মা অর্থাৎ বর্তমানের মিয়ানমারের লাশিও থেকে দক্ষিণ পশ্চিম চীনের কুমিং পর্যন্ত বিস্তৃত বার্মা রোড আবার উন্মুক্ত করে দেয়া হয়।
১৯৭৯ সালের এই দিনে তেহরান বিশ্ববিদ্যালয়ের মসজিদে ইরানের খ্যাতনামা সংগ্রামী আলেমদের অবস্থান ধর্মঘট অব্যাহত থাকে।
১৯৮৬ সালের এ দিনে যুক্তরাষ্ট্রের কেপ কার্নিভালের মহাকাশ স্টেশন থেকে উৎক্ষেপণের ৭৩ সেকেন্ড পর নভো খেয়াযান চ্যালেঞ্জারে বিস্ফোরণ ঘটে।
২০১০ সালের এই দিনে বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট ৫ খুনী হিসেবে – লেঃ কর্ণেল সৈয়দ ফারুক রহমান, লেঃ কর্নেল সুলতান শাহরিয়ার রশীদ খান, মেজর একেএম মহিউদ্দিন আহমেদ, মেজর বজলুল হুদা এবং লেঃ কর্নেল মহিউদ্দিন আহমেদকে ফাঁসিকাষ্ঠে ঝুলানো হয়।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে ১৯১৫ঘ.)