ইতিহাসের এ দিনে : ৩০ জানুয়ারি

ইতিহাসের এ দিনে : ৩০ জানুয়ারি

১৬৪১ সালের এ দিনে মালাবির মালাক্কা ছেড়ে দিতে ডাচদের কাছে পর্তুগিজরা আত্মসমর্পণ করে।
১৬৪৮ সালের এ দিনে মুয়েন্সতারে স্পেন ও নেদারল্যান্ডসের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
১৬৪৯ সালের এ দিনে কমনওলেথ অব ইংল্যান্ড প্রতিষ্ঠিত হয়।
১৬৪৯ সালের এ দিনে ইংল্যান্ডের রাজা প্রথম চার্লসের শিরোচ্ছেদ করা হয়।
১৮৪০ সালের এ দিনে চীনের সম্রাট ব্রিটেনের সাথে সব ধরনের বাণিজ্য নিষিদ্ধ ঘোষণা করেন।
১৮৮৯ সালের এ দিনে ভিয়েনার যুবরাজ রুডলফ ও তার ১৮ বছরের প্রেয়সী আত্মহত্যা করে।
১৯০২ সালের এ দিনে চীন ও কোরিয়ার স্বাধীনতার জন্য জাপানের সাথে ব্রিটেনের চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৩৩ সালের এ দিনে হিটলার জার্মানির চ্যান্সেলর হন এবং জার্মানিতে ফ্যাসিবাদী একনায়কতন্ত্রের উত্থান ঘটে।
১৯৬৪ সালের এ দিনে র‌্যাঞ্জার প্রোগ্রামের অংশ হিসেবে র‌্যাঞ্জার ৬ উৎক্ষেপণ করা হয়।
১৯৬৪ সালের এ দিনে দ: ভিয়েতনামের জেনারেল নগুয়েন খানের সাইগনে সেনা অভ্যুনত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন।
১৯৭২ সালের এ দিনে সাহিত্যিক ও চলচ্চিত্রকার জহির রায়হান নিরুদ্দেশ হন।
১৯৭২ সালের এ দিনে কমনওয়েলথ থেকে পাকিস্তানের নাম প্রত্যাহার করে।
১৯৭২ সালের এ দিনে ন্যাপ, কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়নের সম্মিলিত গেরিলা বাহিনীর অস্ত্র সমর্পণ করে।
১৯৮২ সালের এ দিনে ৪০০ লাইন দীর্ঘ ১ম কম্পিউটার ভাইরাস কোড এল্ক ক্লোনার লিখেন রিচার্ড স্ক্রেন্টা। এটি এ্যাপল কম্পিউটারের বুট প্রোগ্রাম ধ্বংস করে দেয়।
১৯৮৯ সালের এ দিনে আফগানিস্তানের কাবুলে আমেরিকার দূতাবাস বন্ধের ঘোষণা করে।
১৯৯০ সালের এ দিনে চেকোশ্লোভাকিয়ার পার্লামেন্টে ৪ দশক পর কমিউনিস্ট পার্টি তাদের সংখ্যাগরিষ্ঠতা হারায়।
১৯৯৪ সালের এ দিনে পিটার লেকো সর্বকনিষ্ঠ গ্রাণ্ডমাস্টারের মর্যাদা পান।
২০০০ সালের এ দিনে আইভোরী কোস্টের উপকূলে আটলান্টিক মহাসাগরে কেনিয়া এয়ারওয়েজের ফ্লাইট ৪৩১ বিধ্বস্ত হয়ে ১৬৯ জন মৃত্যুবরণ করে।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১৮৫৭ঘ,)