ইতিহাসের এ দিনে : ২ ফেব্রুয়ারি

ইতিহাসের এ দিনে : ২ ফেব্রুয়ারি

১৮১৪ সালের এ দিনে কলকাতায় ভারতীয় সংগ্রহালয় (ইন্ডিয়ান মিউজিয়াম) প্রতিষ্ঠিত হয়।
১৮১৭ সালের এ দিনে শিক্ষা ও খ্রিস্টধর্ম প্রচারের উদ্দেশ্যে চার্চ মিশনারি সোসাইটির প্রথম শাখাটি কলকাতায় স্থাপিত হয়।
১৮৫৩ সালের এ দিনে শম্ভুনাথ পণ্ডিত প্রথম বাঙালি হিসেবে কলকাতা হাইকোর্টে সরকারি উকিল নিযুক্ত হন।
১৮৬২ সালের এ দিনে শম্ভুনাথ পণ্ডিত প্রথম বাঙালি হিসেবে কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি নিযুক্ত হন।
১৯২০ সালের এ দিনে নিউইর্য়ক শহরে গ্রান্ড সেন্ট্রাল টারমিনাল উদ্বোধন হয়।
১৯৩৫ সালের এ দিনে যুক্তরাষ্ট্রের আদালতে প্রথম স্বাক্ষী ও প্রমাণ হিসেবে ফটোগ্রাফকে অনুমোদন করা হয়।
১৯৪৩ সালের এ দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ: স্টালিনগ্রাদের যুদ্ধের সমাপ্তি ঘটে। সোভিয়েতের কাছে জার্মান সেনারা আত্মসমর্পণ করে।
১৯৫৯ সালের এ দিনে শিশিরকুমার ভাদুড়ী কর্তৃক ভারত সরকার প্রদত্ত ‘পদ্মভূষণ’ সম্মান প্রত্যাখ্যান।
১৯৮৯ সালের এ দিনে সত্যজিৎ রায়কে ফ্রান্সের সর্বোচ্চ সম্মান ‘লিজিয়ন ডি অনার’ প্রদান।
২০০৪ সালের এ দিনে দুইশত ৩৭ সপ্তাহ ধরে টেনিসে এক নম্বর র‌্যাংকিং ধরে রাখার রেকর্ড অর্জন করেন সুইস টেনিস তারকা রজার ফেদারার।
২০১২ সালের এ দিনে পাপুয়া নিউগিনির সমুদ্রতীরে ফেরি এমভি রাবাউল কুইন ডুবে দেড়শতাধিক প্রাণহানির ঘটনা ঘটে।
১৬৫০ সালের এ দিনে ত্রয়োদশ পোপ বেনেডিক্ট জন্মগ্রহণ করেন।
১৮৮২ সালের এ দিনে আইরিশ লেখক ও কবি জেমস জয়েস জন্মগ্রহণ করেন।
১৮৮৬ সালের এ দিনে মার্কিন কবি ও লেখক উইলিয়াম রোজ বেনেট জন্মগ্রহণ করেন।
১৯১৫ সালের এ দিনে ভারতীয় সাংবাদিক ও বিখ্যাত রম্যলেখক খুশবন্ত সিং জন্মগ্রহণ করেন।
১৯৩৬ সালের এ দিনে বাংলাদেশের প্রথিতযশা চলচ্চিত্র অভিনেত্রী সুমিতা দেবী জন্মগ্রহণ করেন।
১৯৩৯ সালের এ দিনে প্রখ্যাত বাঙালি গল্পকার ও কথাসাহিত্যিক হাসান আজিজুল হক জন্মগ্রহণ করেন।
১৯৪৪ সালের এ দিনে বাংলাদেশি সঙ্গীতশিল্পী মো. আলী সিদ্দীকী জন্মগ্রহণ করেন।
১৯৫৩ সালের এ দিনে বীরশ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ হামিদুর রহমান জন্মগ্রহণ করেন।
১৯৫৬ সালের এ দিনে তুরস্কের তাত্ত্বিক ও লেখক আদনান ওকতার জন্মগ্রহণ করেন।
১৯৬৮ সালের এ দিনে বাংলাদেশী ক্রিকেট খেলোয়াড় আমিনুল ইসলাম জন্মগ্রহণ করেন।
১৯৭৭ সালের এ দিনে কলম্বিয়ান সঙ্গীত শিল্পী শাকিরা জন্মগ্রহণ করেন।
১৯৩৬ সালের এ দিনে বাঙালি সাহিত্যিক ও সমালোচক বিপিনবিহারী গুপ্ত মৃত্যুবরণ করেন।
১৯৫৮ সালের এ দিনে ভারতীয় স্বাধীনতা আন্দোলনের নেতা ও ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মাওলানা আবুল কালাম আজাদ মৃত্যুবরণ করেন।
১৯৬৪ সালের এ দিনে বাঙালি ফুটবলার সৈয়দ আবদুস সামাদ মৃত্যুবরণ করেন।
১৯৭০ সালের এ দিনে ইংরেজ গণিতজ্ঞ, শিক্ষাবিদ, দার্শনিক, লেখক এবং নোবেল বিজয়ী সাহিত্যিক বারট্রান্ড রাসেল মৃত্যুবরণ করেন।
১৯৮৮ সালের এ দিনে বাঙালি পটুয়া কামরুল হাসান মৃত্যুবরণ করেন।
২০০৬ সালের এ দিনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরী মৃত্যুবরণ করেন।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১৮৫০ঘ.)