ইতিহাসের এ দিনে : ১৪ ফেব্রুয়ারি

ইতিহাসের এ দিনে : ১৪ ফেব্রুয়ারি

১৫৩৭ সালের এ দিনে পর্তুগিজদের হাত থেকে পালিয়ে বাহাদুর শাহ পানিতে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করেন।
১৫৪০ সালের এ দিনে ঘেন্টে প্রবেশ করে রোম সম্রাট পঞ্চম চার্লসের বিদ্রোহী নেতাদেরকে একে একে হত্যা করেন।
১৫৫৬ সালের এ দিনে ১৪ বছর বয়সে আকবর মোগল সম্রাট হিসেবে হুমায়ুনের স্থলাভিষিক্ত হন।
১৬৫৮ সালের এ দিনে বাহাদুরপুরে দারার হাতে সুজা পরাজিত হন।
১৬৬৩ সালের এ দিনে কানাডা ফ্রান্সের রাজকীয় প্রদেশ হিসেবে পরিগণিত।
১৭৭৯ সালের এ দিনে ইংরেজ নৌ অভিযাত্রী ক্যাপ্টেন কুক হাওয়াই দ্বীপের আদিবাসীদের হাতে নিহত হন।
১৮৬৬ সালের এ দিনে নারী সংগঠন ‘ব্রহ্মিকা সমাজ’ প্রতিষ্ঠিত হয়।
১৮৮১ সালের এ দিনে কলকাতায় অবিভক্ত ভারতের প্রথম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ স্থাপিত।
১৮৮২ সালের এ দিনে কলকাতায় প্রথম পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়।
১৮৯৩ সালের এ দিনে যুক্তরাষ্ট্রের সঙ্গে হাওয়াই একীভূত।
১৯১২ সালের এ দিনে ইউয়নে শি-কাই চীনা প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি হন।
১৯২৯ সালের এ দিনে ইলিনয়ের শিকাগোতে অল ক্যাপন দলের প্রতিদ্বন্ধী ৭ জনকে হত্যা করা হয়। যা ভালোবাসা দিবসের হত্যাকান্ড হিসেবে পরিচিত।
১৯২৯ সালের এ দিনে তরুণ ব্যাকটেরিয়াবিদ স্যার আলেকজান্ডার ফ্লেমিং দৈবক্রমে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ আবিষ্কারটি করেন।
১৯৩১ সালের এ দিনে কলকাতায় নির্মিত প্রথম সবাক চলচ্চিত্র জয় ভবানীপতি প্রদর্শন হয়।
১৯৩৭ সালের এ দিনে ফিলিস্তিনের শাশা গ্রামে সশস্ত্র ইহুদিবাদী গোষ্ঠি পালমাখ নির্মম গণহত্যা চালিয়েছিলো।
১৯৪৫ সালের এ দিনে দ্বিতীয় মহাযু্দ্ধের সময় জার্মানীর বিরুদ্ধে সবচেয়ে মারাত্মক বোমা হামলা শুরু করা হয়েছিলো।
১৯৫০ সালের এ দিনে চীন-সোভিয়েত মৈত্রী চুক্তি।
১৯৫৮ সালের এ দিনে জর্ডান ও ইরাক সংযুক্ত হতে প্রস্তুত বলে ঘোষণা করে।
১৯৬৬ সালের এ দিনে নারী সংগঠন ব্রাক্ষ্মিকা সমাজের প্রতিষ্ঠা।
১৯৭২ সালের এ দিনে স্বাধীন বাংলাদেশকে ফ্রান্স ও কানাডার স্বীকৃতি দান।
১৯৭৪ সালের এ দিনে বাংলা একাডেমীতে স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সাহিত্য সম্মেলন শুরু।
১৯৮৫ সালের এ দিনে ছাত্রনেতা রাউফুন বসুনিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে অজ্ঞাত পরিচয় আততায়ীর গুলিতে নিহত হন।
১৯৯০ সালের এ দিনে ভারতের ব্যাঙ্গালোরে বিমান দুর্ঘটনায় ৯০ জন যাত্রী নিহত।
১৯৯১ সালের এ দিনে সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক ভাবে ক্লাস শুরু।
২০০৩ সালের এ দিনে প্রথম ক্লোনিং করা ভেড়া ডলিকে মেরে ফেলা হয়।
২০০৫ সালের এ দিনে লেবাননের রাজধানী বৈরুতে এক বোমা হামলায় দেশটির সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরি নিহত হন।
১৪০৪ সালের এ দিনে ইতালীয় রেনেসাঁর স্থপতি ও মনীষী লিওনে বাত্তিস্তা আলবের্তি জন্মগ্রহণ করেন।
১৪৮৩ সালের এ দিনে মুঘল সম্রাট জহিরউদ্দিন মুহাম্মদ বাবর জন্মগ্রহণ করেন।
১৭৬৬ সালের এ দিনে বৃটিশ অর্থনীতিবিদ টমাস রবার্ট ম্যালথাস জন্মগ্রহণ করেন।
১৮১৮ সালের এ দিনে আমেরিকান লেখক ও সমাজ কর্মী ফ্রেডেরিক ডগলাস জন্মগ্রহণ করেন।
১৮১৯ সালের এ দিনে টাইপরাইটার যন্ত্রের উদ্ভাবক ক্রিস্টোফার ল্যাথাল শোলস জন্মগ্রহণ করেন।
১৮৬৯ সালের এ দিনে নোবেল পুরস্কার বিজয়ী স্কটিশ পদার্থবিদ চার্লস থমসন রিস উইলসন জন্মগ্রহণ করেন।
১৯১৭ সালের এ দিনে নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান গণিতবিদ হার্বার্ট অ্যারন হপ্টম্যান জন্মগ্রহণ করেন।
১৯৩২ সালের এ দিনে সুইডিশ অভিনেত্রী হারিয়েত আন্দারসন জন্মগ্রহণ করেন।
১৯৩৩ সালের এ দিনে ভারতীয় অভিনেত্রী মমতাজ জাহান দেহলভী জন্মগ্রহণ করেন। মধুবালা নামেই বেশী পরিচিত।
১৯৩৯ সালের এ দিনে নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান অর্থনীতিবিদ ও অধ্যাপক ইউজিন ফ্রান্সিস জিন ফামা জন্মগ্রহণ করেন।
১৯৪৪ সালের এ দিনে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের আদিবাসীদের নেতা সন্তু লারমা এর জন্মগ্রহণ করেন।
১৯৭০ সালের এ দিনে ইংরেজ অভিনেতা, পরিচালক ও প্রযোজক সাইমন পেজি জন্মগ্রহণ করেন।
১৯৮৩ সালের এ দিনে ফরাসি ফুটবলার বেকারি স্যানিয়া জন্মগ্রহণ করেন।
১৯৯৬ সালের এ দিনে বাংলাদেশি ক্রিকেটার আবু হায়দার রনি জন্মগ্রহণ করেন।
১১৬৬ সালের এ দিনে মুসলিম ধর্মপ্রচারক গাউস উল আযম আব্দুল কাদের জিলানী (র.) ইন্তেকাল করেন।
১৪০০ সালের এ দিনে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় রিচার্ড মৃত্যুবরণ করেন।
১৫৩৭ সালের এ দিনে পর্তুগিজদের হাত থেকে পালিয়ে বাহাদুর শাহ পানিতে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করেন।
১৭৭৯ সালের এ দিনে ইংরেজ নাবিক জেমস কুক মৃত্যুবরণ করেন।
১৯৩৮ সালের এ দিনে চিত্রশিল্পী গগনেন্দ্রনাথ ঠাকুর পরলোকগমন করেন।
১৯৭৫ সালের এ দিনে ইংরেজ জীববিজ্ঞানী ও লেখক জুলিয়ান সোরেল হাঙ্লি মৃত্যুবরণ করেন।
১৯৪৩ সালের এ দিনে জার্মান গণিতবিদ ডেভিড হিলবার্ট মৃত্যুবরণ করেন।
১৯৭৪ সালের এ দিনে উচ্চাঙ্গসঙ্গীত শিল্পী ওস্তাদ আমির খাঁ ইন্তেকাল করেন।
১৯৯৬ সালের এ দিনে ইংরেজ ফুটবল খেলোয়াড় ও ম্যানেজার বব পাইসলেই মৃত্যুবরণ করেন ।
২০০৬ সালের এ দিনে ফরাসি অভিনেতা ও গায়ক ডার্য় কওল মৃত্যুবরণ করেন ।
২০১৩ সালের এ দিনে জাপানি পাইলট কাজুও তসুনদা মৃত্যুবরণ করেন।
২০১৫ সালের এ দিনে ফরাসি বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা লুইস জউরডান মৃত্যুবরণ করেন।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১৮৪০ঘ.)