ইতিহাসের এ দিনে : ২৮ অক্টোবর

ইতিহাসের এ দিনে : ২৮ অক্টোবর

১৪৯২ সালের এ দিনে ক্রিস্টোফোর কলম্বাস কিউবা উপকুল আবিস্কার করেছিলেন।
১৬৩৮ সালের এ দিনে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
১৭২৬ সালের এ দিনে জনাথন সুইফটের কালজয়ী গ্রন্থ ‘গালিভারস ট্রাভেলস’ প্রকাশিত হয়।
১৮৩১ সালের এ দিনে মাইকেল ফ্যারাডে প্রথম ডাইনামো প্রস্তুত করেন।
১৮৮৬ সালের এ দিনে নিউইয়র্ক পোতাশ্রয়ে ভাস্কর ফ্রেডেরিক অগাস্ট বার্থাল্ড কর্তৃক নির্মিত স্টাচু অব লিবার্টি স্থাপন করা হয়।
১৯১৮ সালের এ দিনে চেকোস্লোভাকিয়া স্বাধীনতা ঘোষণা করে।
১৯২০ সালের এ দিনে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রথম অধিবেশন শুরু করে।
১৯২৯ সালের এ দিনে ফ্লোরিডায় একটি বিমানে প্রথমবারের মতো শিশু জন্মের ঘটনা ঘটে।
১৯৪০ সালের এ দিনে ইতালি গ্রিস আক্রমণ করে।
১৯৪৪ সালের এ দিনে মিত্র বাহিনী ও বুলগেরিয়ার মধ্যে যুদ্ধবিরোধী চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৫২ সালের এ দিনে গণতান্ত্রিক জাপান প্রতিষ্ঠিত হয়।
১৯৬২ সালের এ দিনে কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের সমাপ্তি ঘটে।
১৯৬২ সালের এ দিনে গভর্নর আবদুল মোনেম খান শপথ গ্রহণ করেন।
১৯৮৯ সালের এ দিনে ভারতে ট্রেন দুর্ঘটনায় ১১৮ জন নিহত হয়।
১৯৯১ সালের এ দিনে পোল্যান্ডের নির্বাচনে ক্ষমতাচ্যুত কমিউনিস্ট পার্টি আবার বিজয়ী হয়।
২০০৬ সালের এ দিনে বিচারপতি কে.এম. হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে শপথ গ্রহণকে বাধা দিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ডাকে সারাদেশে আওয়ামী লীগ নেতা-কর্মিরা বৈঠা লগি নিয়ে নেমে পড়ে। এতে সারাদেশে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়তের সাথে সংঘর্ষে ১৮ জন নিহত হন।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/২১৩৯ঘ.)