ইতিহাসের এ দিনে : ৩০ অক্টোবর

ইতিহাসের এ দিনে : ৩০ অক্টোবর

১৮৬৪ সালের এ দিনে অস্ট্রিয়ার সম্রাট এবং প্রুশিয়া ও যেনমার্কের রাজা দ্বযে়র মধ্রে ঐতিহাসিক ভিযে়না চুক্তি স্বাক্ষরিত হয়।
১৮৯১ সালের এ দিনে জাপানে প্রবল ভূমিকম্পে তিন হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটে।
১৯১৮ সালের এ দিনে হাঙ্গেরিতে বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লবের সুচনা হয়।
১৯১৮ সালের এ দিনে প্রথম পবিশ্ব যুদ্ধে তুরস্ক আত্মসমর্পণ করে।
১৯১৮ সালের এ দিনে অস্ট্রিয়া বিপ্লব সংগঠিত হয়।
১৯২০ সালের এ দিনে ভারতের প্রথম শ্রমিক সংগঠন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়।
১৯২২ সালের এ দিনে ইতালিতে বেনিতা মুসোলিনি ফ্যাসিবাদী মন্ত্রিসভা গঠন করেন।
১৯৪৫ সালের এ দিনে ভারত জাতিসংঘের সদস্য পদ লাভ করে।
১৯৫২ সালের এ দিনে ঢাকায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়।
১৯৫৮ সালের এ দিনে স্যার অ্যাডমন্ড হিলারি দৰিণ মেরুতে পদার্পণ করেন।
১৯৭৩ সালের এ দিনে কেনিয়ায় হাতি শিকার হাতির দাঁতের ব্যবসা নিষিদ্ধ ঘোষণা করা হয়।
১৯৮২ সালের এ দিনে পর্তুগালে ৮ বছরের সামরিক শাসনের অবসান ঘটে।
১৯৮৩ সালের এ দিনে পূর্ব তুরস্ক ভূমিকম্পে ১২শ লোক মৃত্যু বরণ করে।
১৯৯১ সালের এ দিনে মার্কিন ও সোভিযেত প্রেসিডেন্টদ্বযে়র উপস্থিতিতে মাদ্রিদে ইসরাইলি আরব ও ফিলিস্তিনিদের শান্তি সম্মেলন শুরু হয়।
১৯৯২ সালের এ দিনে পৃথিবী গোলাকার বলে গ্যালিলিও গ্যালিলির মতবাদ যে সত্য ছিল, তা রোমান ক্যাথলিক চার্চ স্বীকার করে নেয় ৩৬০ বছর পর।
২০০৩ সালের এ দিনে ডা. মাহাথির মোহাম্মদ স্বেচ্ছায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব হস্তান্তর করেন।
২০১১ সালের এ দিনে দেশের প্রথম নারী মেয়র সেলিনা হায়াত আইভীর বিজয় লাভ করেন।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/২১৫০ঘ.)