ইতিহাসের এ দিনে : ১৫ এপ্রিল

ইতিহাসের এ দিনে : ১৫ এপ্রিল

১৯১২ সালের এ দিনে উত্তর আটলান্টিক মহাসাগরের নিউফাউন্ডল্যান্ডে বিখ্যাত টাইটানিক জাহাজ ২২২৪ জন ত্রু যাত্রী নিয়ে ডুবে যায়।
১৯৭৬ সালের এ দিনে আমেরিকা লিবিয়ার ত্রিপলি এবং ইয়ানগাজীতে হামলা চালায়।
১৯১২ সালের এ দিনে উত্তর আটলান্টিক মহাসাগরের নিউফাউন্ডল্যান্ডে বিখ্যাত টাইটানিক জাহাজ ২২২৪ জন ত্রু যাত্রী নিয়ে ডুবে যায়।
১৯৭২ সালের এ দিনে উত্তর ভিয়েতনামে মার্কিন যুক্তরাষ্ট্র ব্যাপক বোমা হামলা চালায়।
১৯৯৭ সালের এ দিনে মিনায় হাজি ক্যাম্পে অগ্নিকান্ডে ৩৪৩ জন হাজির মৃত্যু হয়।
১৩৬৭ সালের এ দিনে জন্মগ্রহণ করেছিলেন চতুর্থ হেনরি, তিনি ছিলেন ইংল্যান্ডের রাজা।
১৪৫২ সালের এ দিনে জন্মগ্রহণ করেছিলেন লিওনার্দো দা ভিঞ্চি, তিনি ছিলেন ইতালীয় রেনেসাঁসের কালজয়ী চিত্রশিল্পী।
১৬৪২ সালের এ দিনে জন্মগ্রহণ করেছিলেন দ্বিতীয় সুলাইমান, তিনি ছিলেন অটোমানের সুলতান।
১৭০৭ সালের এ দিনে জন্মগ্রহণ করেছিলেন লিওনার্দ ইউলার , তিনি ছিলেন সুইজারল্যান্ডের প্রখ্যাত ডাক্তার, নক্ষত্র ও গণিতবিদ।
১৯৬৩ সালের এ দিনে জন্মগ্রহণ করেছিলেন মনজুর এলাহী, তিনি সাবেক পাকিস্তানি ক্রিকেটার।
১৯৯০ সালের এ দিনে জন্মগ্রহণ করেছিলেন এমা ওয়াটসন, তিনি বিখ্যাত ব্রিটিশ অভিনেত্রী ও মডেল।
১৬৪১ সালের এ দিনে মৃত্যুবরণ করেন দমেনিকো জাম্পিয়েরি, তিনি ছিলেন ইতালীয় বারোক চিত্রশিল্পী।
১৭৬৫ সালের এ দিনে মৃত্যুবরণ করেন মিখাইল ভেসিলিভিচ লোমোনোসোভ, তিনি ছিলেন রাশিয়ার বিখ্যাত কবি, সাহিত্যিক ও বিজ্ঞানী।
১৮৬৫ সালের এ দিনে মৃত্যুবরণ করেন আব্রাহাম লিংকন, তিনি ছিলেন মার্কিন রাষ্ট্রপতি (আততায়ীর গুলিতে নিহত)।
১৯৩৮ সালের এ দিনে মৃত্যুবরণ করেন সেসার ভাইয়েহো, তিনি ছিলেন পেরুর কবি, লেখক, নাট্যকার ও সাংবাদিক।
১৯৫৭ সালের এ দিনে মৃত্যুবরণ করেন জগদীশ গুপ্ত, তিনি ছিলেন ভারত উপমহাদেশের অন্যতম কবি, তিনি ছিলেন ঔপন্যাসিক ও ছোট গল্পকার।

 

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১৭২৯ঘ.)