ইতিহাসের এ দিনে : ২২ এপ্রিল

ইতিহাসের এ দিনে : ২২ এপ্রিল

১৩৫৮ সালের এ দিনে ইসলামী প্রজাতন্ত্র ইরানের গণতন্ত্রের প্রতিষ্ঠা ইমাম খোমেনী (রহঃ) ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী গঠনের ফরমান জারী করেন।
১৬৬২ সালের এ দিনে লন্ডনে রয়াল সোসাইটি গঠিত হয়।
১৮৫৭ সালের এ দিনে দক্ষিণ অষ্ট্রেলিয়ায় প্রথম পার্লামেন্ট অধিবেশন।
১৮৯০ সালের এ দিনে কিউবার জনগণ সেদেশে স্পেনের আধিপত্য বিস্তারের বিরুদ্ধে বিদ্রোহ করে।
১৯৩১ সালের এ দিনে মিশরের সঙ্গে (ইরাকের) কোনো আরব দেশের প্রথম বন্ধুত্ব চুক্তি স্বাক্ষর।
১৯৪৪ সালের এ দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ মৈত্রীবাহিনী নিউ গিনিতে প্রবেশ করে।
১৯৪৬ সালের এ দিনে হোসেন শহীদ সোহরাওয়ার্দী অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী নিযুক্ত।
১৯৪৮ সালের এ দিনে অবৈধ রাষ্ট্র ইহুদীবাদী ইসরাইল ফিলিস্তিনের উতরা পশ্চিমাঞ্চালে অবস্থিত বান্দর নগরী হাইফাতে হামলা চালায়।
১৯৮৮ সালের এ দিনে টানা পাঁচ বছর বৈরিতার পর পিএলও ও সিরিয়ার মধ্যে সম্পর্ক স্বাভাবিক হয়।
১৯৯২ সালের এ দিনে মেক্সিকোতে গ্যাসোলিন শোধনাগারে বিষ্ফোরণে ২০০।
১৯৯৪ সালের এ দিনে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট নিক্সন ষ্ট্রোকে নিহত।
১৯৯৭ সালের এ দিনে পেরুতে জিম্মি সংকটের অবসান।
১৯৯৮ সালের এ দিনে ইরাকে প্রখ্যাত আলেম আয়াতুল্লাহ মুর্তজা বুরুজার্দী ৭০ বছর বয়সে নাজাফে শাহাদাত বরণ করেন। ১৭২৪ সালের এ দিনে জার্মান দার্শনিক ইমানুয়েল কান্টের জন্ম।
১৮৭০ সালের এ দিনে রুশ বিপ্লবের রূপকার ও প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্রের প্রতিষ্ঠাতা ভ্লাদিমির ইলিচ লেনিনের জন্ম।
১৯০৪ সালের এ দিনে বিখ্যাত মার্কিন পদার্থ বিজ্ঞানী এবং এটম বোমার আবিষ্কারক জুলিয়াস রবার্ট ওপেন হেইমার জন্মগ্রহণ করেন।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১৯০০ঘ.)