ইতিহাসের এ দিনে : ২৩ এপ্রিল

ইতিহাসের এ দিনে : ২৩ এপ্রিল

১০৬১ সালের এ দিনে ইংল্যান্ডের আকাশে হ্যালির ধূমকেতু দেখা যায়।
১২৭১ সালের এ দিনে ভ্যানেশীয় বিখ্যাত পর্যটক ও ব্যবসায়ী মার্কো পোলো তার ঐতিহাসিক এশিয়া সফর শুরু করেন।
১৫৫৮ সালের এ দিনে ফ্রান্সের যুবরাজ ফ্রাঙ্কোইস মেরি স্টুয়ার্টকে বিয়ে করেন।
১৭৬২ সালের এ দিনে রাশিয়া ও প্রুশিয়া শান্তিচুক্তি করে।
১৮০০ সালের এ দিনে লাইব্রেরি অব কংগ্রেস প্রতিষ্ঠা করা হয়।
১৮৯৮ সালের এ দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্পেন যুদ্ধ ঘোষণা করে।
১৯১২ সালের এ দিনে ব্রিটিশ শাসিত আয়ারল্যান্ড স্বাধীনতার দাবীতে এবং সেদেশে ইংরেজদের আধিপত্যবাদের বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু করে।
১৯১৬ সালের এ দিনে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আয়ারল্যান্ডের গণ-অভ্যুত্থান শুরু।
১৯২৬ সালের এ দিনে যক্ষার ভ্যাকসিন বিসিজি আবিষ্কার হয়।
১৯৪৫ সালের এ দিনে সাবেক সোভিয়েত সেনাবাহিনী বার্লিনে প্রবেশ করে।
১৯৫৪ সালের এ দিনে রাজশাহীর কারাগারের খাপড়া ওয়ার্ডে নির্বিচারে গুলি চালিয়ে কম্পরাম সিং, আনোয়ার হোসেন প্রমুখ ৭ জন রাজবন্দীকে হত্যা করা হয়।
১৯৫৫ সালের এ দিনে প্রথম বান্দুং সম্মেলন সমাপ্ত হয়।
১৯৭০ সালের এ দিনে গাম্বিয়া প্রজাতান্ত্রিক দেশ হিসেবে ঘোষিত হয়।
২০১৩ সালের এ দিনে সাভারে রানা প্লাজা ধস।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১৮৫৯ঘ.)