ইতিহাসের এ দিনে : ২৭ এপ্রিল

ইতিহাসের এ দিনে : ২৭ এপ্রিল

১০৬৪ সালের এ দিনে আল্প আরসালান সেলজুক রাজবংশের সুলতান হন।
১৫২৬ সালের এ দিনে বাবর দিল্লীর বাদশাহ হন এবং মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়।
১৫৬৫ সালের এ দিনে ফিলিপাইনে স্পেনের প্রথম উপনিবেশ “সেবু” স্থাপিত হয়।
১৬৬৭ সালের এ দিনে অন্ধ এবং দরিদ্র ইংরেজ কবি জন মিলটন তার প্যারাডাইজ লস্ট কাব্যের স্বত্ব ১০ পাউন্ডে বিক্রয় করেন।
১৯০৮ সালের এ দিনে লন্ডনে আধুনিক যুগের অলিম্পিকের চতুর্থ আসরের পর্দা ওঠে।
১৯৫০ সালের এ দিনে ব্রিটেন ইসরাইল রাষ্ট্রকে স্বীকৃতি দেয়।
১৯৬০ সালের এ দিনে টুগো প্রজাতন্ত্র স্বাধীনতা লাভ করে।
১৯৬১ সালের এ দিনে পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরালিওন বৃটেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।
১৯৭২ সালের এ দিনে অ্যাপোলো ১৬ মহাকাশযান পৃথিবীতে ফিরে আসে।
১৯৭৭ সালের এ দিনে আফগানিস্তানে জেনারেল আব্দুল কাদের এক অভ্যুত্থানের মাধ্যমে ততকালীন প্রেসিডেন্ট দাউদ খানকে হত্যা করে পিপলস ডেমোক্রেটিক পার্টির নেতা নুর মোহাম্মদ তারাকিকে ক্ষমতায় বসান।
১৯৮৯ সালের এ দিনে বাংলাদেশে ঘূর্ণিঝড়ে ৫০০ মানুষ নিহত হয়।
১৯৯২ সালের এ দিনে রাশিয়া ও অন্যান্য প্রজাতন্ত্রগুলো আইএমএফ ও বিশ্বব্যাংকে যোগ দেয়।
২০১০ সালের এ দিনে বাংলাদেশী স্যাটেলাইট টিভি চ্যানেল ওয়ানের সম্প্রচার বন্ধ করে দেয়া হয়।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১৮৫০ঘ.)