ইতিহাসের এ দিনে : ২৯ এপ্রিল

ইতিহাসের এ দিনে : ২৯ এপ্রিল

১৬৮২ সালের এ দিনে পিটার দ্যা গ্রেইট মাত্র দশ বছর বয়সে রাশিয়ার সম্রাট পদে অধিষ্ঠিত হন।
১৭৪৭ সালের এ দিনে ফ্রান্সের ৯০ হাজার সেনা হল্যান্ডে হামলা শুরু করে। এ সময় হল্যান্ড বৃটেন ও অস্ট্রিয়ার পক্ষ থেকে সামরিক সাহায্য পাওয়া সত্ত্বেও শেষ পর্যন্ত যুদ্ধে ফ্রান্সই বিজয়ী হয়।
১৯১৯ সালের এ দিনে জালিওয়ান ওয়ালাবাগের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ প্রদত্ত ‘নাইট’ উপাধি ত্যাগ করেন।
১৯২৮ সালের এ দিনে তুরস্কের কামাল আতাতুর্ক আরবী বর্ণমালায় তুর্কী ভাষা লেখার ঐতিহ্যবাহী পদ্ধতি বাদ দিয়ে ল্যাটিন হরফে তুর্কী ভাষা লেখার নির্দেশ দেন।
১৯৩৯ সালের এ দিনে দিল্লির লালকেল্লার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।
১৯৪৫ সালের এ দিনে ইতালিতে জার্মান বাহিনী মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ করে।
১৯৫৪ সালের এ দিনে তিব্বত নিয়ে ভারত ও চীনের মধ্যে পঞ্চশীল চুক্তি সম্পাদিত হয়।
১৯৯১ সালের এ দিনে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে আঘাত হানা BOB 01 প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে প্রায় ১৩৮,০০০ লোকের প্রাণহানি, ও বিপুল সম্পত্তির ক্ষতি হয়।
১৯৯৭ সালের এ দিনে বৃটেন চীনের কাছে হংকংকে ফিরিয়ে দেয়।
২০০৪ সালের এ দিনে মার্কিন টেলিভিশন চ্যানেল সি.বি. এস ইরাকের আবু গারিব কারাগারের বন্দীদের ওপর মার্কিন সেনাদের নৃশংস ও পাশবিক নির্যাতনের বিভিন্ন ছবি ও ভিডিও ফিল্ম প্রচার করে।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১৮৪৭ঘ.)