ইতিহাসের এ দিনে : ২ মে

ইতিহাসের এ দিনে : ২ মে

১১১২ সালের এ দিনে চীনা জ্যোতির্বিদরা সূর্যের অভ্যন্তরে কালো বায়বীয় বস্তুর অস্তিত্ব লক্ষ করেন।
১৬১৩ সালের এ দিনে রাশিয়ার মিচাইল রুমানভের রাজত্বের সূচনা হয়।
১৯৪১ সালের এ দিনে ইরাক ও বৃটেনের মধ্যে যুদ্ধের সূচনা হয়।
১৯৪৫ সালের এ দিনে সোভিয়েত বাহিনী বার্লিন দখল করে নেয়।
১৯৪৫ সালের এ দিনে ইতালিতে মোতায়েন প্রায় ১০ লক্ষ জার্মান সৈন্য নিঃশর্ত আত্মসমর্পণ করে।
১৯৬৪ সালের এ দিনে তৎকালীন সায়গন বন্দরে অবস্থিত যুক্তরাষ্ট্রে নৌবাহিনীর জাহার ইউএসএনএস কাড বিস্ফোরণে ডুবে যায়।
১৯৭৫ সালের এ দিনে জন্মগ্রহণ করেছিলেন ডেভিড বেকহ্যাম, তিনি সাবেক ইংরেজ ফুটবলার।
১৯৮১ সালের এ দিনে জন্মগ্রহণ করেছিলেন টিয়াগো মেন্ডেস, তিনি পর্তুগিজ ফুটবলার।
১৯৮৩ সালের এ দিনে জন্মগ্রহণ করেছিলেন আলেসান্ড্রো ডিয়ামান্টি, তিনি ইতালিয়ান ফুটবল।
১৯৯৭ সালের এ দিনে মৃত্যুবরণ করেন জন এক্লেস, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রেলিয়ান নিউরোফিজিওলজিস্ট।
২০১১ সালের এ দিনে মৃত্যুবরণ করেন ওসামা বিন লাদেন, তিনি ছিলেন সন্ত্রাসবাদী গেরিলা যোদ্ধা ও আল-কায়দা এর প্রতিষ্ঠাতা।
২০১৪ সালের এ দিনে মৃত্যুবরণ করেন এফরেম যিম্বালিস্ট জুনিয়র, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা।
২০১৫ সালের এ দিনে মৃত্যুবরণ করেন মায়া প্লিসেটস্কায়া, তিনি ছিলেন রাশিয়ান বংশোদ্ভূত লিথুয়েনীয নৃত্যশিল্পী, কোরিওগ্রাফার, অভিনেত্রী ও পরিচালক।
২০১৫ সালের এ দিনে মৃত্যুবরণ করেন রুথ রেন্ডেল, তিনি ছিলেন ইংরেজ লেখক।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১৯৫৯ঘ.)