ইতিহাসের এ দিনে : ৭ মে

ইতিহাসের এ দিনে : ৭ মে

১৮০৮ সালের এ দিনে স্পেনের জনগণ, ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের দখলদারিত্বের বিরুদ্ধে সংগ্রাম শুরু করে।
১৮৩২ সালের এ দিনে গ্রিসকে স্বাধীন রাজ্য ঘোষণা করা হয়।
১৮৮৮ সালের এ দিনে বৃটেন, আফ্রিকার দেশ বর্তমান জিম্বাবুয়েতে আগ্রাসন চালায়।
১৯১৫ সালের এ দিনে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানরা আমেরিকায় ‘লুসিতানিয়া’ জাহাজ ডুবিয়ে দেয়।
১৯২৩ সালের এ দিনে অমৃতরে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়।
১৯২৭ সালের এ দিনে লাহোরে সাম্প্রদায়িক দাঙ্গায় বহু হতাহত হয়।
১৯৪৫ সালের এ দিনে মিত্রশক্তির কাছে জার্মানি নিঃশর্ত আত্মসমর্পণ করে।
১৯৪৮ সালের এ দিনে জাতিসংঘের বিশ্বস্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠিত হয়।
১৯৫৪ সালের এ দিনে দিয়েন বিয়েন ফু-র পতনের সঙ্গে সঙ্গে ভিয়েতনাম ফরাসি শাসনের কবল থেকে মুক্ত হয়।
১৯৭৬ সালের এ দিনে সাবেক ব্রিটিশ মন্ত্রী জন স্টন হাউস লেবার পার্টি থেকে পদত্যাগ করেন।
১৯৭৮ সালের এ দিনে প্রেসিডেন্ট জিমি কার্টার পরমাণু বোমার উন্নয়ন বাতিল করেন।
১৯৮৫ সালের এ দিনে সোভিয়েত নেতা গর্বাচেভ মধ্যম মাত্রার মিসাইল উন্নয়নের ঘোষণা দেন।
২০০৫ সালের এ দিনে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পদকের প্রতিরূপ বা রোপ্লিকা বিশ্বভারতীর কাছে হস্তান্তর করা হয়।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১৯১০ঘ.)