ইতিহাসের এ দিনে : ৮ মে

ইতিহাসের এ দিনে : ৮ মে

আজ বিশ্ব মা দিব
আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস।
আন্তর্জাতিক থ্যালাসেনিয়া দিবস।
১৭৮৮ সালের এ দিনে মৃত্যুবরণ করেন জিওভান্নি আন্তোনিও স্কোপোলি, তিনি ছিলেন ইতালীয় চিকিৎসক ও উদ্ভিদবিজ্ঞানী।
১৭৯৪ সালের এ দিনে ফ্রান্সের রসায়ন বিজ্ঞানের জনক এ্যান্থেনিও লেভিকে ফাঁসিতে ঝোলানো হয়েছিল।
১৮৬৩ সালের এ দিনে ভারতে প্রথম রেডক্রস দিবস উদযাপিত হয়।
১৯০২ সালের এ দিনে দক্ষিণ ফ্রান্সে অবস্থিত একটি পাহাড় থেকে বিকট শব্দে হাঠৎ অগ্ন্যুৎপাত শুরু হওয়ায় সেন পিয়ারে নামের একটি শহর সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।
১৯২১ সালের এ দিনে রুমানিয়ায় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়।
১৯৪৫ সালের এ দিনে সোভিয়েত লাল ফৌজের বার্লিন বিজয়ের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্যাসিস্ট জার্মানির পরাজয় ঘটে।
১৯৬২ সালের এ দিনে রবীন্দ্রনাথের জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় উদ্বোধন করা হয়।
১৯৭০ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন লুইস এনরিক মার্তিনেজ গার্সিয়া, তিনি স্প্যানিশ সাবেক ফুটবলার ও ম্যানেজার।
১৯৯৬ সালের এ দিনে দক্ষিণ আফ্রিকায় বর্ণবৈষম্য যুগের পরবর্তী নতুন সংবিধান চালু হয়।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১৭৩০ঘ.)