ইতিহাসের এ দিনে : ১৪ মে

ইতিহাসের এ দিনে : ১৪ মে

১৫৭৫ সালের এ দিনে এ্যাংগোলা পোর্তুগীজ ঔপনিবেশিক শক্তি দখল করে নেয়।
১৬৪৩ সালের এ দিনে চতুর্দশ লুই মাত্র চার বছর বয়সে ফ্রান্সের সম্রাট হন।
১৭৯৬ সালের এ দিনে এডওয়ার্ড জেনার পরীক্ষামূলকভাবে টিকা দানের ক্ষেত্রে সফলতা অর্জন করেন।
১৮১১ সালের এ দিনে স্পেনের শাসন থেকে প্যারাগুয়ে মুক্তি লাভ করে।
১৮৮৯ সালের এ দিনে লন্ডনে শিশুদের প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধ সংস্থার উদ্বোধন হয়।
১৯১৩ সালের এ দিনে নিউইয়র্কের গভর্নর উইলিয়াম সুলজার রকফেলার ফাউন্ডেশনের তহবিল অনুমোদন করেন। যার হিসাব শুরু হয় জন ডি রকফেলারের ১০০ মিলিয়ন ডলার অনুদানের অর্থ দিয়ে।
১৯২৫ সালের এ দিনে ভার্জিনিয়া উলফ্-এর উপন্যাস ‘মিসেস ডলওয়ে’ প্রকাশিত হয়।
১৯৩৯ সালের এ দিনে লিনা মেডিনা চিকিৎসা ইতিহাসের সবচেয়ে কনিষ্ঠ মা হিসেবে চিহ্নিত হন। যার বয়স ছিল মাত্র পাঁচ বছর।
১৯৪৮ সালের এ দিনে সর্বশেষ ব্রিটিশ সেনাদল ফিলিস্তিন ছাড়লে ইজরায়েল স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়।
১৯৫৪ সালের এ দিনে আদমজী পাটকলে বাঙালী ও অবাঙালী শ্রমিকদের মধ্যে দাঙ্গা সংঘটিত হয়।
১৯৫৫ সালের এ দিনে সোভিয়েত রাশিয়া ও পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলোর মধ্যে ওয়ার শ’ চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৬৩ সালের এ দিনে কুয়েত জাতিসংঘের যোগদান করে।
১৯০০ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন হাল বরল্যান্ড, তিনি ছিলেন আমেরিকান সাংবাদিক ও লেখক।
১৯৫৫ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন পিটার কার্স্টেন, তিনি দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার।
১৯৯৫ সালের এ দিনে মৃত্যুবরণ করেন ক্রিস্টিয়ান বোয়েমার আনফিন্সেন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান বায়োকেমিস্ট।
১৯৯৮ সালের এ দিনে মৃত্যুবরণ করেন শওকত ওসমান, তিনি ছিলেন বিখ্যাত বাঙালী কথাসাহিত্যিক এবং প্রাবন্ধিক।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১৭৩৫ঘ.)