ইতিহাসের এ দিনে : ৩১ মে

ইতিহাসের এ দিনে : ৩১ মে

১৭৯০ সালের আজকের এ দিনে আমেরিকা প্রথমবারের মত কপিরাইট আইন চালু করে বই, মানচিত্র এবং অন্যান্য প্রকৃত জিনিসগুলিকে রক্ষা করার জন্যে।
১৮৫৯ সালের আজকের এ দিনে লন্ডনের বিগ বেনটি প্রথমবারের মত বেজে ওঠে।
১৮১৯ সালের আজকের এ দিনে আমেরিকান কবি ওয়াল্ট উইটম্যান জন্মগ্রহণ করেন।
১৮৭৯ সালের আজকের এ দিনে আমেরিকার নিউইয়র্কে ম্যাডিসন স্কোয়ার গার্ডেন খুলে দেওয়া হয়। আমেরিকার ৪র্থ প্রেসিডেন্ট জেমস ম্যাডিসনের নামে এটি নামকরণ করা হয়।
১৮৮৯ সালের আজকের এ দিনে প্যারিসের আইফেল টাওয়ারটি উদ্ভোধন করা হয়।
১৯১১ সালের আজকের এ দিনে হোয়াইট স্টার লাইন বেলফাস্টে টাইটানিককে সবার সামনে প্রদর্শন করে।
১৯২৭ সালের আজকের এ দিনে বিজ্ঞানী আইজাক নিউটন পরলোক গমন করেন।
১৯২৮ সালের আজকের এ দিনে প্রথমবারের মত কোনো বিমান প্রশান্ত মহাসাগর পাড়ি দেয়।
১৯২৯ সালের আজকের এ দিনে ফোর্ড মোটর কোম্পানি সোভিয়েত ইউনিয়নের সাথে চুক্তি করে সেখানে গাড়ি উৎপাদনের জন্যে।
১৯৩০ সালের আজকের এ দিনে হলিউডের বিখ্যাত অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক ক্লিন্ট ইস্টউড জন্মগ্রহণ করেন।
১৯৬১ সালের আজকের এ দিনে দক্ষিণ আফ্রিকা স্বাধীন প্রজাতন্ত্রে পরিণত হয়।
১৯৭০ সালের আজকের এ দিনে পেরুতে ভূমিকম্পে পঞ্চাশ হাজারেরও অধিক লোক মারা যায়।
১৯৭৬ সালের আজকের এ দিনে হলিউডের অভিনেতা কলিন ফেরেল জন্মগ্রহণ করেন।
১৯৭৯ সালের আজকের এ দিনে জিম্বাবুয়ে তাদের স্বাধীনতা ঘোষণা করে।
(জাস্ট নিউজ/ডেস্ক/একে/২০৩১ঘ.)