ইতিহাসের এ দিনে : ২৫ জুন

ইতিহাসের এ দিনে : ২৫ জুন

১৬৫৮ সালের এ দিনে আওরঙ্গজেব নিজেকে ভারতীয় উপমহাদেশে মোগল সম্রাট হিসেবে ঘোষণা করেন।
১৯২২ সালের এ দিনে ছন্দের জাদুকর নামে খ্যাত সত্যেন্দ্রনাথ দত্তের মৃত্যু ঘটে।
১৯৩২ সালের এ দিনে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার প্রথম টেষ্ট খেলা শুরু হয়।
১৯৪১ সালের এ দিনে ফিনল্যান্ড সোভিয়েট ইউনিয়নের বিরুদ্দে যুদ্ধ ঘোষণা করে।
১৯৫০ সালের এ দিনে উত্তর কোরিয়া এবং দক্ষিন কোরিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয়।
১৯৫১ সালের এ দিনে প্রথম রঙিন টেলিভিশন সম্প্রচারিত হয়।
১৯৬৩ সালের এ দিনে বিখ্যাত মিউজিশিয়ান জর্জ মাইকেল জন্মগ্রহণ করেন।
১৯৭৪ সালের এ দিনে বলিউড অভিনেত্রী কারিশমা কাপুর জন্মগ্রহণ করেন।
১৯৮৬ সালের এ দিনে ২য় বিশ্বযুদ্ধের সময়কালে আমেরিকার বিমান বাহিনীর প্রধান হেনরি আর্নল্ড জন্মগ্রহণ করেন।
২০০৯ সালের এ দিনে বিখ্যাত পপ সিংগার মাইকেল জ্যাকসন মৃত্যবরণ করেন।


(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১৮৪৯ঘ.)