ইতিহাসের এ দিনে : ২৬ জুন

ইতিহাসের এ দিনে : ২৬ জুন

১৪৮৩ সালের এ দিনে রাজা ৩য় রিচার্ড ইংল্যান্ডের রাজা হন।
১৪৯৮ সালের এ দিনে প্রথম টুথব্রাশ আবিষ্কার হয়।
১৮১৯ সালের এ দিনে প্রথম বাইসাইকেল পেটেন্টভুক্ত হয়।
১৮৩০ সালের এ দিনে রাজা ৪র্থ উইলিয়াম ব্রিটিশ সিংহাসনে আরোহণ করেন।
১৮৩৮ সালের এ দিনে বাংলা গদ্যের জনক ও ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন।
১৮৪৪ সালের এ দিনে প্রেসিডেন্ড জন টেইলর জুলিয়া গার্ডিনের কে বিয়ে করেন।
১৮৪৭ সালের এ দিনে লাইবেরিয়া স্বাধিনতা ঘোষণা করে।
১৯৩৪ সালের এ দিনে প্রথম বারের মত ব্যব হারিক হেলিকপ্টার উলফ এফ ডব্লিউ ৬১ আকাশে উড়ে।
১৯৪১ সালের এ দিনে ফিনল্যান্ড ২য় বিশ্বযুদ্ধে অংশ নেয়।
১৯৮৫ সালের এ দিনে বলিউড তারকা অর্জুন কাপুর জন্মগ্রহণ করেন।
২০০০ সালের এ দিনে বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার স্থায়ী সদস্যপদ লাভ করে।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১৮১০ঘ.)