ইতিহাসের এ দিনে : ২৭ জুন

ইতিহাসের এ দিনে : ২৭ জুন

১৭৪৩ সালের এ দিনে ইংল্যান্ডের রাজা জর্জ ফরাসীদের বাভারিয়াতে পরাজিত করেন।
১৮০০ সালের এ দিনে আমেরিকার বিখ্যাত শিক্ষাবিদ হেলেন কিলার জন্মগ্রহণ করেন।
১৮০৬ সালের এ দিনে বিখ্যাত গণিতবিদ টমাস মরগান জন্মগ্রহণ করেন।
১৮২৯ সালের এ দিনে বিজ্ঞানী জেমস স্মিথসন মৃত্যবরণ করেন।
১৯০০ সালের এ দিনে সেন্ট্রাল লন্ডনে প্রথম ইলেক্ট্রিক রেলওয়ে চালু হয়।
১৯৫৪ সালের এ দিনে সাবেক সোভিয়েত ইউনিয়নে প্রথম পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র চালু করা হয়।
১৯৭৫ সালের এ দিনে স্পাইডার খ্যাত নায়ক টবি ম্যাগিউর জন্মগ্রহণ করেন।
১৯৮০ সালের এ দিনে সাবেক প্রোটিয়া ব্যাটস ম্যান কেবিন পিটারসেন জন্মগ্রহণ করেন।
১৯৮৩ সালের এ দিনে প্রোটিয়া বোলার ডেইল স্টেইন জন্মগ্রহণ করেন।
১৯৯১ সালের এ দিনে সোভেনিয়া ও ক্রোয়েশিয়ার মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১৮৫৬ঘ.)