ইতিহাসের এ দিনে : ১ জুলাই

ইতিহাসের এ দিনে : ১ জুলাই

১৮৩৫ সালের এ দিনে উইলিয়াম অ্যাডাম কর্তৃক বাংলাদেশের প্রথম শিক্ষাবিষয়ক রিপোর্ট (অ্যাডাম রিপোর্ট) পেশ করা হয়।
১৮৪৭ সালের এ দিনে যুক্তরাষ্ট্রের ডাক বিভাগের প্রথম ডাক টিকিট চালু হয়।
১৮৬২ সালের এ দিনে কলকাতা হাইকোর্টের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
১৮৬২ সালের এ দিনে রাশিয়ার মস্কোতে রাষ্ট্রীয় গণগ্রন্থাগার প্রতিষ্ঠিত হয়।
১৮৬৩ সালের এ দিনে আমেরিকায় গৃহযুদ্ধ (গ্যাটিসবার্গ যুদ্ধ) শুরু হয়।
১৮৬৭ সালের এ দিনে কানাডা ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা লাভ করে।
১৮৭৯ সালের এ দিনে অবিভক্ত ভারতে প্রথম পোস্টকার্ড চালু হয়।
১৯২১ সালের এ দিনে কমিউনিস্ট পার্টি অব চায়না প্রতিষ্ঠিত হয়।
১৯২১ সালের এ দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
১৯২৯ সালের এ দিনে স্যার আবদুর রহিমকে সভাপতি, মওলানা আকরম খাঁকে সম্পাদক এবং শেরেবাংলা একে ফজলুল হককে সহ-সভাপতি করে নিখিল বঙ্গ প্রজা সমিতি গঠিত হয়।
১৯৪৭ সালের এ দিনে ব্রিটিশ পার্লামেন্টে ভারত ও পাকিস্তানের স্বাধীনতা আইন পাস করা হয়।
১৯৬০ সালের এ দিনে ব্রিটিশ নিয়ন্ত্রিত সোমালিয়া ও ইতালি নিয়ন্ত্রিত সোমালিয়ার একীভূত হওয়ার মধ্য দিয়ে আফ্রিকার দেশ সোমালিয়া স্বাধীনতা লাভ করে।
১৯৬১ সালের এ দিনে প্রিন্সেস ডায়ানা জন্মগ্রহণ করেন, তিনি ছিলেন যুক্তরাজ্যের প্রাক্তন যুবরাজ্ঞী।
১৯৬২ সালের এ দিনে আফ্রিকার ছোট্ট দেশ বুরুন্ডি ও রুয়ান্ডা স্বাধীনতা অর্জন করে।
১৯৬৬ সালের এ দিনে কানাডায় প্রথম রঙিন টেলিভিশন সম্প্রচারিত হয়।
১৯৬৭ সালের এ দিনে কানাডা প্রতিষ্ঠিত হয়।
১৯৯৭ সালের এ দিনে বৃটেন চীনের গুরুত্বপূর্ণ দ্বীপ জনপদ হংকংকে চীনের কাছে ফিরিয়ে দেয়।
২০০২ সালের এ দিনে নেদারল্যান্ডসের হ্যাগে বিশ্বের প্রথম স্থায়ী আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালতের কার্যক্রম শুরু।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১৭৩০ঘ.)