ইতিহাসের এ দিনে : ৩ জুলাই

ইতিহাসের এ দিনে : ৩ জুলাই

১৭৫১ সালের এ দিন সুইডেনের রসায়নবিদ ও খনিজ বিশেষজ্ঞ ফ্রেড্রিক ক্রনস্টেড নিকেল ধাতু আবিস্কার করেন।
১৮০৭ সালের এ দিনে লর্ড মিন্টো বাংলার গভর্নর জেনারেল হয়ে আসেন।
১৮৬৬ সালের এ দিনে সাদোয়ার যুদ্ধে অস্ট্রীয়রা প্রুশীয়দের কাছে পরাজিত হয়।
১৯১৯ সালের এ দিনে বিশ্বভারতীর যাত্রা শুরু হয়।
১৯২১ সালের এ দিনে মস্কোয় বিপ্লবী ট্রেড ইউনিয়নসমূহের আন্তর্জাতিক কংগ্রেস শুরু হয়।
১৯২৮ সালের এ দিনে লন্ডনে জন বায়ার্ড প্রথম রঙিন টিভি অনুষ্ঠান সম্প্রচার করে।
১৯৪১ সালের এ দিনে মিত্রবাহিনীর কাছে সিরিয়া আত্মসমর্পণ করে।
১৯৪৫ সালের এ দিনে চতুঃশক্তির বার্লিন পুনরুদ্ধার হয়।
১৯৪৭ সালের এ দিনে ভারতবর্ষকে দুটি ডোমিনিয়নে বিভক্ত করার লক্ষ্যে ‘মাউন্ট ব্যাটেন পরিকল্পনা’ প্রকাশিত হয়।
১৯৫৩ সালের এ দিনে পৃথিবীর নবম উচ্চতম পর্বতশৃঙ্গ নাঙ্গা পর্বতের শীর্ষে একদল অস্ট্রীয় ও জার্মান অভিযাত্রী সর্বপ্রথম আরোহন করেন।
১৯৬২ সালের এ দিনে ফ্রান্সের বিরুদ্ধে আলজেরিয়ার স্বাধীনতাযুদ্ধের অবসান হয়।
১৯৬৪ সালের এ দিনে পাকিস্তান-তুরস্ক-ইরানের মধ্যে আরসিডি প্রতিষ্ঠিত হয়।
১৯৭১ সালের এ দিনে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, বাংলাদেশের বীরশ্রেষ্ঠ, ভারতীয় সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ এ প্রবেশ করেন দেশের জন্য স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করতে।
১৯৮১ সালের এ দিনে প্রথম নিউ ইয়র্ক টাইমসে একটি রোগের সংবাদ প্রকাশ করা হয়, যা পরবর্তী সময়ে সবার কাছে এডস হিসেবে পরিচিতি লাভ করে।
১৯৮৮ সালের এ দিনে পারস্য উপসাগরে মার্কিন নৌসেনাদের গুলিতে ইরানের যাত্রীবাহী বিমান ভূপাতিত হয়। এতে ২৯০ জন নিহত হয়।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১৮৫০ঘ.)