ইতিহাসের এ দিনে : ২০ ডিসেম্বর

ইতিহাসের এ দিনে : ২০ ডিসেম্বর

আজ আন্তর্জাতিক মানবীয় সংহতি দিবস।
১৭৫৭ সালের এ দিনে রবার্ট ক্লাইভ বাংলার গভর্নর নিযুক্ত হন।
১৭৮০ সালের এ দিনে ইংল্যান্ড নেদারল্যান্ডসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৭৯০ সালের এ দিনে আমেরিকায় প্রথম কটন মিল চালু হয়।
১৮৩০ সালের এ দিনে ইংল্যান্ড, ফ্রান্স, প্রুশিয়া, অস্টিয়া, রাশিয়া বেলজিয়ামকে স্বীকৃতি দেয়।
১৯২৩ সালের এ দিনে লাহোরে হিন্দু-মুসলমান সম্প্রদায়িক দাঙ্গা লাগে।
১৯২৫ সালের এ দিনে বঙ্গীয় গ্রস্থাগার পরিষদ স্থাপিত হয়।
১৯৩৯ সালের এ দিনে রেডিও অস্ট্রেলিয়া আন্তর্জাতিক শর্টওয়েভ সম্প্রচার শুরু করে।
১৯৪২ সালের এ দিনে মাঝরাতে কলকাতার আকাশে জাপানি বিমান হানা দেয়।
১৯৫৭ সালের এ দিনে সানফ্রান্সিসকো চলচ্চিত্র উৎসবে সত্যজিৎ রায় পরিচালিত ‘পথের পাঁচালী’ শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার লাভ করে।
১৯৬০ সালের এ দিনে দক্ষিণ ভিয়েতনামে জাতীয় মুক্তিফ্রন্ট গঠিত হয়।
১৯৭১ সালের এ দিনে ইয়াহিয়া খান পাকিস্তানের রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন এবং জুলফিকার আলী ভুট্টো পাকিস্তানের প্রধানমন্ত্রী হন।
১৯৮৮ সালের এ দিনে প্রধানমন্ত্রী রণসিংহে প্রেমাদাসা শ্রীলঙ্কার রাষ্ট্রপতি নির্বাচিত হন।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১৭৪৮ঘ.)