ইতিহাসের এ দিনে : ১৭ জুলাই

ইতিহাসের এ দিনে : ১৭ জুলাই

১০৫৪ সালের এ দিনে সম্রাট তৃতীয় হেনরির পুত্র চতুর্থ হেনরির অভিষেক হয়।
১৪২৯ সালের এ দিনে দাউফিন ফ্রান্সের সম্রাট হিসেবে অভিষিক্ত হন।
১৭১২ সালের এ দিনে ইংল্যান্ড, পর্তুগাল ও ফ্রান্স যুদ্ধবিরতি ঘোষণা করে।
১৭৬২ সালের এ দিনে দ্বিতীয় ক্যাথেরিন রাশিয়ার জার মনোনীত হন।
১৭৯০ সালের এ দিনে টমাস সেইন্ট প্রথম সেলাই কলের পেটেন্ট করেন।
১৮২১ সালের এ দিনে স্পেন আনুষ্ঠানিকভাবে ফ্লোরিডাকে আমেরিকার কাছে হস্তান্তর করে।
১৮২৩ সালের এ দিনে গবর্নর জেনারেল জন এ্যাডামের প্রস্তাব অনুসারে কলকাতায় সাধারণ শিক্ষা সমিতি গঠিত হয়।
১৮৫৫ সালের এ দিনে পাঠশালার শিক্ষকদের প্রশিক্ষণের লক্ষ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের তত্ত্বাবধানে নর্মাল স্কুল স্থাপিত হয়।
১৮৬১ সালের এ দিনে কংগ্রেস কাগজের নোট অনুমোদন করে।
১৯০০ সালের এ দিনে ব্রিটিশ ম্যাগাজিন পাঞ্চ প্রকাশিত হয়।
১৯২৮ সালের এ দিনে মেক্সিকার রাষ্ট্রপতি পেনারে আলভারো ওবরেগন আততায়ীর গুলিতে নিহত হন।
১৯৩৩ সালের এ দিনে স্তালিনগ্রাদের যুদ্ধ শুরু হয়।
১৯৪৫ সালের এ দিনে সোভিয়েত ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র ও গ্রেট ব্রিটেনের রাষ্ট্রপ্রধানরা পটসডাম সম্মেলনে যোগ দেন।
১৯৫৫ সালের এ দিনে ক্যালফোর্নিয়ায় ডিজনিল্যান্ড উদ্বোধন হয়।
১৯৬৩ সালের এ দিনে স্পেনে গৃহযুদ্ধ শুরু হয়।
১৯৬৮ সালের এ দিনে একটি বিপ্লবের মাধ্যমে বাথ পার্টি ইরাকি রাষ্ট্রপতি আব্দুর রহমান আরিফকে উৎখাত করেন, এবং আহমেদ হাসান আল-বকর রাষ্ট্রপতি হন।
১৯৭৩ সালের এ দিনে আফগানিস্তানের শেষ বাদশাহ জহির শাহের পতনের মধ্য দিয়ে দেশটিতে রাজতন্ত্রের অবসান ঘটে।
১৯৭৬ সালের এ দিনে পূর্ব তিমুর ইন্দোনেশিয়ার ২৭ তম প্রদেশ হিসেবে অন্তর্ভুক্ত হয়।
১৯৭৭ সালের এ দিনে বাংলাদেশের কর্ণফুলীর মোহনায় জেটি চালু হয়।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১৭১৩ঘ.)