ইতিহাসের এ দিনে : ২১ ডিসেম্বর

ইতিহাসের এ দিনে : ২১ ডিসেম্বর

১১৬৩ সালের এ দিনে হল্যান্ডের কয়েকটি গ্রামে হারিকেন আঘাত হানে ।
১৭৬২ সালের এ দিনে জেমস কুক এলিজাবেথ বাটসকে বিয়ে করেন।
১৭৮৮ সালের এ দিনে হু তে সং ভিয়েতনামের রাজা হন।
১৮২৬ সালের এ দিনে রাজা রনজিত সিংয়ের বিরুদ্ধে সৈয়দ আহমদ বেলভী যুদ্ধ ঘোষণা করেন।
১৮২৬ সালের এ দিনে যশোরের পর কলকাতা থেকে অমৃতবাজার পত্রিকা প্রকাশিত হয়।
১৮৪৯ সালের এ দিনে প্রথম মার্কিন স্কেটিং ক্লাব গঠিত হয়।
১৮৬২ সালের এ দিনে ইরান ও রাশিয়ার মধ্যে দ্বিতীয় দফা যুদ্ধ শুরু হয়।
১৮৬২ সালের এ দিনে সাইয়েদ আহমদ ব্রেলভী জিহাদ ঘোষণা করেন এবং এক যুদ্ধে শিখরা পরাজিত হয়।
১৮৯৮ সালের এ দিনে বিজ্ঞানী পিয়েরে কুরি ও মেরি কুরি রেডিয়াম আবিষ্কার করেন।
১৯১৩ সালের এ দিনে সংবাদপত্র নিউইয়র্ক ওয়ার্ল্ড সর্ব প্রথম শব্দ ধাঁধা প্রকাশ করে।
১৯৪৬ সালের এ দিনে জাপানে ভূমিকম্পে সহস্রাধিক লোক মৃত্যুবরণ করে।
১৯৫২ সালের এ দিনে উপমহাদেশে সাইফুদ্দিন কিসলু প্রথম লেনিন শান্তি পুরস্কার পান।
১৯৫৮ সালের এ দিনে দ্যা গল ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
১৯৬৪ সালের এ দিনে চীনের প্রধানমন্ত্রী চৌ এনলাই চীনের দ্বিতীয় জাতীয় গণ কংগ্রেসের প্রথম অধিবেশনে চীনের কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীর কমিটির পক্ষ থেকে ” চারটি ক্ষেত্রে চীনের আধুনিকায়ন বাস্তবায়নের প্রস্তাব” দাখিল করেন ।
১৯৬৪ সালের এ দিনে ফিলিস্তিন মুক্তি সংস্থা বা পি.এল.ও. গঠিত হয়।
১৯৬৯ সালের এ দিনে অ্যাপোলো-৮ উৎক্ষেপণের ফলে মহাশূন্যে প্রথমবারের মতো মানুষের পক্ষে চন্দ্র প্রদক্ষিণ সম্ভব হয়।
১৯৭১ সালের এ দিনে পাকহানাদার বাহিনী মুক্ত হয় নাটোর জেলা।
১৯৮৭ সালে এ দিনে ম্যানলিায় জাহাজ ট্যাংকার দুর্ঘটনায় ২ হাজার লোকের প্রাণহানি ঘটে।
১৯৮৮ সালের এ দিনে পাকিস্তানের ইসলামাবাদে সার্ক শীর্ষ সম্মেলন শুরু।
১৯৮৮ সালের এ দিনে স্কটল্যান্ডের লকারবির আকাশে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি যাত্রীবাহী বিমান বিস্ফোরিত হবার ঘটনায় ২৭০ জন প্রাণ হারায়।
১৯৯১ সালের এ দিনে সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ১১টি প্রজাতন্ত্রের ( ৩টি বল্টিক উপকূলীয় প্রজাতন্ত্র এবং জর্জিয়া প্রজাতন্ত্র ছাড়া সোভিয়েত ইউনিয়নের বাকী ১১টি প্রজাতন্ত্রের ) নেতারা কাজাখস্তানের রাজধানী আলমা’ আটা শহরে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে “আলমা’ আটা ঘোষণা” স্বাক্ষর করেন এবং তাতেই সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তি ঘটে ।
১৯৯১ সালের এ দিনে কলম্বোয় সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
১৯৯৩ সালের এ দিনে রাশিয়ায় নতুন সংবিধান প্রবর্তন হয়।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১৭৫৬ঘ.)