ইতিহাসের এ দিনে : ৩০ জুলাই

ইতিহাসের এ দিনে : ৩০ জুলাই

০৭৬২ সালের এ দিনে আব্বাসীয় খলিফা আল মনসুর বাগদাদ শহরের প্রতিষ্ঠা করেন।
১৫০২ সালের এ দিনে ক্রিস্টোফার কলম্বাস হন্ডুরাসের উপকূলে গুয়ানায়া দ্বীপে অবতরণ করেন।
১৬০২ সালের এ দিনে মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় হল্যান্ডের রাজনৈতিক প্রভাব ও উপনিবেশিক তৎপরতা শুরু হয়।
১৬২৯ সালের এ দিনে ইতালির ন্যাপলস শহরে ভূমিকম্পে কমপক্ষে ১০ হাজার লোক প্রাণ হারায়।
১৬৫৬ সালের এ দিনে পোলিশদের পরাজয়ের মধ্য দিয়ে ওয়ারশ যুদ্ধের অবসান হয়।
১৯৩৫ সালের এ দিনে বিশ্বখ্যাত প্রকাশনা সংস্থা পেঙ্গুইনের বই প্রথম প্রকাশিত হয়।
১৯৪৮ সালের এ দিনে লিভারপুলে বিশ্বের প্রথম বন্দর রাডার কেন্দ্র স্থাপিত হয়।
১৯৬৯ সালের এ দিনে যুক্তরাষ্ট্রের নভোখেয়া মেরিনার ৬-এর মাধ্যমে পরীক্ষামূলকভাবে মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে ছবি পাঠানো হয়।
১৯৫৫ সালের এ দিনে জন্মগ্রহণ করেছিলেন ফরিদা আক্তার পপি (ববিতা), তিনি বাংলাদেশের চলচিত্র অভিনেত্রী।
১৯৮০ সালের এ দিনে পূর্ব অষ্ট্রেলিয়ার দ্বীপ দেশ ভানুয়াটো স্বাধীনতা লাভ করে।
১৯৮২ সালের এ দিনে জন্মগ্রহণ করেছিলেন জেমস অ্যান্ডারসন, তিনি ইংল্যান্ডের ক্রিকেটার।
১৯৮৭ সালের এ দিনে মৃত্যুবরণ করেন বিভূতিভূষণ মুখোপাধ্যায়, তিনি ছিলেন একজন ভারতীয় বাঙালী ঔপন্যাসিক ও ছোট গল্পকার।
১৯৯৮ সালের এ দিনে জাপানে কাইজো ওবুচি নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১৭৪৬ঘ.)